স্নিগ্ধা হালদারঃ সিনেমা মানেই বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম। আর এই সিনেমার জগতে ভারত বিশ্বের এক অন্যতম নাম। ভারতের ঝুলিতে সিনেমার সংখ্যা অসংখ্য। আর এই এত সিনেমার মধ্যে বাংলা সিনেমায় সর্বকালের শ্রেষ্ঠ সিনেমার স্থান পেল। অন্তত এমনটাই বলছে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ( ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফ্লিম ক্রিটিক্স – FIFRESCI) ।
শুক্রবার ফিফরেস্কি নির্বাচন করেছে সর্বকালের সেরা দশ ভারতীয় সিনেমা। ফিফরেস্কি ভারতের ৩০ সদ্যস্যের ভোটে নির্বাচিত হয়েছে সিনেমাগুলো। আর সেখানেই শুরু হলো বাংলার জয়জয়কার। সেরা দশের মধ্যে ৪ টি বাংলা সিনেমা । তার মধ্যে প্রথম তিনটিই বাংলা সিনেমা এবং সাত নম্বরটিও বাংলা।
বিশেষজ্ঞদের মত অনুযায়ী , সেরা ছবি সত্যজিৎ রায় নির্মিত ‘পথের পাঁচালী ‘। ১৯৫৫ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘ পথের পাঁচালী ‘ অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছিল। যার জন্য সত্যজিৎ রায় অস্কার ও পেয়েছিল। এখনও পর্যন্ত ১১টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে ‘পথের পাঁচালী’র ঝুলিতে।
দ্বিতীয় স্থানে আছে ঋত্বিক ঘটকের অসামান্য ছবি ‘ মেঘে ঢাকা তারা ‘। সিনেমাটি ১৯৬০ সালে মুক্তি পায়। আর তৃতীয় স্থান অধিকার করেছে ১৯৬৯ সালে নির্মিত মৃণাল সেনের সিনেমা ‘ভুবন সোম ‘। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে প্রথম তিনটি সিনেমায় বাংলা যা বাঙালিদের কাছে অত্যন্ত গর্বের।
এরপর চতুর্থ স্থানে রয়েছে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত আদুর গোপালকৃষ্ণানের মালায়ালাম সিনেমা ‘ ইলিপ্পাথায়ম ‘। পঞ্চম স্থানে রয়েছে গিরিশ কাসারাবল্লির ‘ ঘতশ্রদ্ধা ‘ , ছবিটি ১৯৭৭ এ মুক্তি পেয়েছিল। এরপরেই ষষ্ঠ স্থানে রয়েছে এম এস সাথিউ -র ‘ গরম হাওয়া ‘।
শুধুমাত্র প্রথমেই নয় পরবর্তী সপ্তম স্থানেও আছে সত্যজিৎ রায় পরিচালিত বাংলা সিনেমা ‘চারুলতা ‘। অষ্টম স্থান অধিকার করেছে শ্যাম বেনে গেলে – র তৈরি সিনেমা ‘অঙ্কুর ‘ এরপরেই আছে গুরুদত্তের ছবি ‘পেয়াসা ‘। পরবর্তী দশম স্থানে রয়েছে রমেশ সিপ্পির কালজয়ী সিনেমা ‘শোলে ‘।
প্রসঙ্গত আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ( ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফ্লিম ক্রিটিক্স – FIFRESCI) প্রতিষ্ঠা হয়েছিল ১৯৩০ সালে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ