বরুণ মুখোপাধ্যায়: আর মাত্র ১৯০ দিনের ব্যবধান। কাউন্টডাউন শুরু ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর। ফুটবল বিশ্বকাপের রীতি অনুযায়ী ‘ট্রফি ট্যুর ‘এর যাত্রা শুরু হল গত কাল।
দুবাইয়ের ঝাঁ চকচকে ‘কোকা-কোলা এরিনা’ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল বিশ্বকাপ ট্রফির মোড়ক এবং এখান থেকেই শুরু হল ট্রফি-ট্যুর।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশ সমেত মোট ৫১টি দেশ ঘুরে এই ট্রফি পৌঁছবে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে।
দুবাইয়ে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ-২০২২-এর ট্রফি-ট্যুর অ্যাম্বাসেডার হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বকাপ জয়ী দুই দেশের দুই জনপ্রিয় ফুটবলার—ব্রাজ়িলের রিকার্ডো কাকা ও স্পেনের ইকার ক্যাসিয়াস।
প্রসঙ্গত, চলতি বছর এর ২১ নভেম্বর থেকে কাতারে বসতে চলেছে এই বিশ্বকাপের আসর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ৩২টি দেশ। এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় আয়োজক দেশ হিসাবে কাতার কতটা সফলতা অর্জন করতে পারে— সেটাই দেখার।