স্নেহাশিষ পালঃ মাঝে মাত্র ২৪ ঘণ্টা। ফুটবল প্রেমী মানুষের ৪ বছরের অপেক্ষার অবসান। নিজের দেশ বিশ্বকাপে (Fifa WC 2022) চান্স না পেলেও উন্মাদনায় এখনও এগিয়ে বাংলা।পরিসংখ্যান বলছে, বিগত বছর গুলিতে খেলা দেখার উন্মাদনায় বিনিদ্র রজনী কাটিয়ে ছিল আট থেকে আশি। তবে এবার সেই উন্মাদনার পারদ আরও বেশি কারন বেশির ভাগ খেলাই মাঝ রাতের আগেই শেষ হয়ে যাবে।
রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। ভারতীয় সময় রাত ৯:৩০ টায় এই খেলা সম্প্রচারিত হবে। ফাইনাল ম্যাচ ১৮ ডিসেম্বর, রাত ৮:৩০ টায়।
অংশ নেওয়া ৩২ টি দল কে ৮ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪ টি করে দল। দেখে নিন কোন গ্রুপে রয়েছে আপনার প্রিয় দল, সঙ্গে গ্রুপ স্টেজের সম্পুর্ন খেলার টাইম টেবিল।
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৬ঃ৩০ থেকে রাত ১২ঃ৩০ টার মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলি। সরাসরি সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ (Sports 18) , এম টিভি (M TV), জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে। এছাড়া ভুট (Voot) অ্যাপেও দেখা যাবে খেলা।
চমক থাকছে মেগা ইভেন্টের উদ্বোধন অনুষ্ঠানেও। থাকছেন বিটিএস এর এক সদস্য ও। দেখা যেতে পারে কলম্বিয়ান পপ তারকা শাকিরা (Shakira) কেও। মিউজিক্যাল গ্রুপ ব্ল্যাক আইড পিস (Black Eyed Peas), রবি উইলিয়ামস (Robbie Williams) এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিও (Nora Fatehi) পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। অনুষ্ঠান টি হবে কাতারের আল বাইত (Al Bayt Stadium) স্টেডিয়ামে । ভারতীয় সময় সন্ধ্যে ৭ টায় সরাসরি দেখা যাবে এই উদ্বোধন অনুষ্ঠান ।
Fifa WC 2022 | Quatar World Cup | WorldCup Football |