সুদীপ ঘোষঃ ভারতীয় ফুটবলকে নিয়ে যখন স্বপ্ন দেখছে গোটা দেশ, তখনই ভারতীয় ফুটবলের জন্য নেমে এল কালো অন্ধকার। অনির্দিষ্ট কালের জন্য ভারতীয় ফুটবলকে (All India Football Federation) নির্বাসিত করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)।
তৃতীয় পক্ষ যোগের অভিযোগে নির্বাসিত ফুটবলের স্লিপিং জয়েন্ট ভারত । এই নির্বাসনের কারণে এই বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের স্থান নিয়েও অনিশ্চয়তা তৈরী হয়েছে।
আরও পড়ুনঃ ইন্দো – টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ
এ.আই.এফ.এফ (AIFF) সভাপতি প্রফুল প্যাটেলের মেয়াদ ২০২০ সালে শেষ হয়েছে। কিন্তু নির্বাচন না করে পদ আকড়ে থাকার অভিযোগে তাকে সরিয়ে দেয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। নতুন সভাপতি নিয়োগে কমিটি গড়ে দেয় মহামান্য আদালত। আগামী কাল এই মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুনঃ এবার বেতনের টাকায় শিক্ষার্থীদের স্কলারশিপ
নিয়মকানুনের দিকে ফিফা বরাবরই কঠোর। তাই তৃতীয় পক্ষ যোগে ভারতীয় ফুটবলকে নির্বাসনের ইমেল বার্তা আজ সকালেই এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল সংস্থার অফিসে। এই খরব প্রকাশ্যে আসতেই জোর গুঞ্জন শুরু হয় ভারতীয় ক্রীড়া জগতে । বিশেষজ্ঞদের মতে, এই নির্বাসন অনেক বছর পিছিয়ে দিল ভারতীয় ফুটবল কে । এই নির্বাসনের ফলে এশিয়া কাপেও খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা। শুধু তাই নয়, মোহনবাগানের এ.এফ.সি ইন্টারজোনাল কাপ খেলাতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই নির্বাসনের ফলে বিদেশি প্লেয়ারদের ভারতীয় ক্লাব ফুটবল খেলা নিয়েও গভীর সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ Govt Jobs: সরকারি দপ্তরে কয়েক হাজার কর্মী নিয়োগ
যদি ফিফা ভারতীয় ফুটবলের উপর নির্বাসন তোলার সিদ্ধান্ত পুনর্ববেচনা গ্রহণ করে তবেই অন্ধকার কাটবে ভারতীয় ফুটবলের। এই নির্বাসনের জন্য প্রাক্তন ফুটবলাররা ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসকদের ব্যর্থতা ও নির্বুদ্ধিতাকেই দায়ী করেছে। ভারতীয় ফুটবলের এই কালো অধ্যায় নিয়ে মন খারাপ ভারতীয় ক্রীড়া মহলের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ