সন্তু সামন্তঃ কার্যত ঐতিহাসিক পদক্ষেপ। এবার রণজিৎ ট্রফির মত প্রথম শ্রেণীর ক্রিকেটেও মহিলা আম্পায়ার দেখা যাবে। সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমেই ২২ গজে দেখা যেতে পারে মহিলা আম্পায়ার (Female Umpire at BCCI)।
উল্লেখ্য, আগামী বছর থেকেই শুরু হচ্ছে মেয়েদের আই পি এল। পুরুষ আই পি এল এর পাশাপাশি মহিলা আই পি এলও জনপ্রিয় হবে এমনটাই আশা করছেন উদ্যক্তারা। ইতিমধ্যেই বিরাট কোহলি, রোহিত শর্মা দের মত বি সি সি আই এর সেন্ট্রাল চুক্তিতে জায়গা পেয়েছেন স্মৃতি মান্ধানা বা হরমনপ্রীত কৌররাও। স্কোরার হিসেবে ইতিপূর্বেই ছেলেদেরর ক্রিকেটে মেয়েরা জায়গা করে নিয়েছে। এবার আম্পায়ার (Female Umpire at BCCI) হওয়ার পালা।
প্রসঙ্গত, চলতি ফুটবল বিশ্বকাপে ফিফার তরফেও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে জার্মানি-কোস্তারিকা ম্যাচ পরিচালনা করেছিলেন তিন মহিলা রেফারি। ক্রীড়াজগতে মহিলাদের যোগ্যতার সঠিক মাপকাঠি আনতে চলেছে এবার বি সি সি আই ও। অবশ্য এক্ষেত্রে বি সি সি আই ই সারা বিশ্বের ক্রিকেট বোর্ডের কাছে পথপ্রদর্শক হয়ে উঠবে। কারণ এর আগে সারা বিশ্বের কোথাও মহিলা আম্পায়ার পুরুষদের ক্রিকেটে আম্পারিং করেননি।
সূত্রের খবর, আগামী রঞ্জি ট্রফিতেই মহিলা আম্পায়ার (Female Umpire at BCCI) কে ক্রিকেট ম্যাচ এর বাইশ গজ পরিচালনা করতে দেখা যাবে। খুব সম্ভবত আগামী সপ্তাহে শুরু হওয়া রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডে বৃন্দা রাঠি, জননী নারায়ণন এবং গায়েত্রী বেনুগোপাল কে আম্পায়ারিং করতে দেখা যাবে।
আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে সারা বিশ্ব কত তাড়াতাড়ি এই ধারা নিয়ে আসতে পারে সেটাই এখন দেখার।