ইন্দ্রাণী লাহাঃ ফেলুদা বলতে আপনার কার কথা মনে পড়ে? সব্যসাচী চক্রবর্তী বা সৌমিত্র চট্টোপাধ্যায়, তাই তো? সেই তালিকায় যুক্ত হতে আরও একটু এগোলেন পুষ্পরাজ রায়চৌধুরী বা আমাদের পরিচিত টোটা। ফেলুদার গোয়েন্দাগিরি নিয়ে নতুন ভাবে ছোট পর্দায় ফিরছেন তিনি।
সদ্য প্রকাশ পেয়েছে ট্রেলারও ।
২০২০ সালে আড্ডা টাইমসের ফেলুদা ফেরতের মাধ্যমে দর্শকের সামনে ফেলুদা অর্থাৎ প্রদোষ চন্দ্র মিত্র রূপে প্রথম আসেন টোটা রায়চৌধুরী ।
১৭ই জুন হৈচৈ ওটিটিতে আসতে চলেছে শ্রীজিৎ মুখার্জীর ফেলুদার গোয়েন্দাগিরি। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম দিকের গল্প “দার্জিলিং জমজমাট”-এই ওপর ভিত্তি করেই তৈরী এই সিরিজ। এই বছর এপ্রিলেই শুটিং শেষ করা হয় এই ফেলুদা সিরিজের ।
শুটিং এর বিভিন্ন সময়ের অনেক ছবিতে কখনো ফেলুদার টিমকে দেখা গেছে কলকাতার রাস্তায়, আবার কখনো বা দার্জিলিঙে। জটায়ুর গল্পের শুটিং দেখতে দার্জিলিং-এ গিয়ে রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন তিনি। খুন, চুরি ও ফেলুদার জীবন সংকটের মধ্যে দিয়ে এগোতে এগোতে এই গল্পের ক্লাইম্যাক্স অন্ধকার থেকে আলোতে গিয়ে পৌঁছায়।
প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলু মিত্তিরের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে তা আর বলার অপেক্ষা রাখেনা। সঙ্গে ফেলুদার চিরকালের সঙ্গী তপসে ও জটায়ু , অভিনয়ে আগের মতই যথাক্রমে কল্পন মিত্র ও সকলের পরিচিত মুখ একেনবাবু বা অনির্বাণ চক্রবর্তী।