অধ্যায় সাহাঃ চলছে শীতের মরশুম। শীত যত বাড়ছে ডিসেম্বরের কুয়াশামাখা শহর জুড়ে নামছে নিস্তব্ধতা। জমছে রহস্য। শীতের এই রহস্যমাখা শহরে , এবার আসছে ‘হত্যাপুরী’ (Hatyapuri)। কয়েক দশক আগে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সত্যজিৎ রায়ের উপন্যাস ‘হত্যাপুরী’। পাঠক মহলে তখন ই সারা ফেলেছিল এই উপন্যাস। এবার পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে তা বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। মাঝে মাত্র আর দিন কুড়ি । তারপরই উদ্ঘাটন হবে হত্যাপুরী রহস্যের।
Viral News: বিয়ের মন্ত্র না পড়ে ল্যাপটপে ব্যস্ত পাত্র !
সম্প্রতি শ্যাডো ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেল এই ছবিরই ট্রেলার। তবে এবারের ছবির বিশেষ চমক হল নতুন কাস্টিং। প্রধান চরিত্রের কাস্টিং গুলোকে বদলে ফেলা হয়েছে। ইন্দ্রনীল সেনগুপ্তকে এবার দেখা যাচ্ছে ফেলুদার চরিত্রে,অভিজিৎ গুহ্কে জটায়ুর চরিত্রে এবং তোপসের চরিত্রে থাকছে আয়ুশ দাশ।
এর আগের ছবিতে প্রফেসর শঙ্কুর গল্পে , স্পেশ্যাল এফেক্টসের ব্যবহার ছিল চোখ জুড়ানো। তবে এবারে একেবারে সাদামাটা ভাবে ফেলুদাকে দর্শকের সামনে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে। ট্রেলারটি শুরু থেকে শেষ অবধি একই ধারা বজায় রেখে এগিয়েছে। বরাবরের মতই শুভাশিস মুখপাধ্যায় ছিলেন অনবদ্য। ট্রেলারে তাঁর অভিনীত অংশটি ছিল চোখে পড়ার মত।
অঞ্জন ঘোষাল প্রযোজিত এই ছবির (Hatyapuri) বেশকিছুটা অংশ যে পুরীতেই শুট হবে, সেই ইঙ্গিত ছবির ট্রেলারের শেষেই দেওয়া হয়েছে দর্শকদের। সেন মশাইয়ের অষ্টাদশসহস্রিকা প্রজ্ঞাপরমিতা চুরি হওয়ার ঘটনাকে ঘিরেই জন্ম নিচ্ছে রহস্য। তারপর ফেলুদার হাত ধরে খুলবে সেই রহস্যের জট। পরিচালক সন্দীপ রায়ের মত অনুযায়ী, ফেলুদাকে যুগোপযোগী করে তোলার বিবিধ প্রচেষ্টার ব্যতিক্রম হবেনা এবারও। আসন্ন ছবিতে ফেলুদাকে ফোনের ব্যাবহার করতে দেখা যাবে। যা হয়ত,প্রথমবার ঘটতে চলেছে।
গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র গুলোতে কাস্ট করা হয়েছে পরান বন্দ্যোপাধ্যায়, ভরত কল ,সুপ্রিয়া দত্ত,সাহেব চ্যাটার্জি প্রমুখদের । 2019 এ ঠিক বড়দিনের মরশুমে মুক্তি পেয়েছিল প্রফেসর “শঙ্কু ও এল ডোরাডো”। বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল সে ছবি। এবছরও সেই বড়দিনের মরশুমে 23 শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে “হত্যপুরী”। জনপ্রিয়তার সেই ধারা এবারও বজায় থাকে কিনা সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ |
Comments 1