স্নিগ্ধা হালদারঃ ভবিষ্যতের সঞ্চয়ের অন্যতম ভরসাস্থল হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। এবার এই ফান্ড নিয়েই বড়ো ঘোষণা করল অর্থ মন্ত্রক। যে সমস্ত ইপিএফ এর সদস্য দের কর্মজীবন ৬ মাস বাকি আছে তারা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিতে পারবেন । অর্থাৎ অবসর গ্রহণের আগেই কর্মচারীরা তাদের জমাকৃত ই পি এফ এর টাকা তুলে নিতে পারবে।
সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের (CBT) ২৩২ তম অধিবেশনে শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদব EPS-95 এর কিছু সংশোধন করেন এবং এই স্কিমটি আনেন। এছাড়াও ৩৪ বছরের বেশি সময় ধরে এই প্রকল্পে থাকা সদস্যদের জন্য আনুপাতিক হতে পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা অবসরকালীন সময়ে সদস্যরা অনেক বেশি পেনশন পাবেন।
প্রসঙ্গত, ১৯৫১ সালে EPFO চালু করা হয়েছিল। এটি ভারতের শ্রম মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থা। কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থা। এই সংস্থায় কেবল সরকারি নয় বেসরকারি কর্মচারীরাও সঞ্চয় করতে পারেন। EPFO প্রতিটি সদস্যকে একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) প্রদান করে। যার মাধ্যমে সদস্যরা তাদের জমাকৃত অর্থ বিষয়ে জানতে পারেন।
Provident Fund