সঞ্জয় বৈরাগীঃ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) থেকে অনুমোদন প্রাপ্তির পর দেশে প্রথম Electronic Gold Receipts (EGRs) চালু করলো বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)।
এই ইলেকট্রনিক গোল্ড রশিদ বা EGRs-এর মাধ্যমে বিনিয়োগকারীরা অতিসহজেই শেয়ারের মত সোনা ক্রয়-বিক্রয় করতে পারবেন। এই বিনিয়গের জন্য বিনিয়োগকারির একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকলেই হবে, আলাদা করে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না।
সংবাদ মাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, এই EGR-এর মাধ্যমে, খুব সহজেই সমস্ত ধরণের বিনিয়োগকারী যেমন সাধারণ ক্রেতা, আমদানিকারক, ব্যাঙ্ক, শোধক, বুলিয়ন ব্যবসায়ী, গহনা প্রস্তুতকারক এবং খুচরা বিক্রেতারা সোনা ক্রয় এবং বিক্রয় করতে সক্ষম হবেন।
আরও পড়ুনঃ FIFRESCI: সেরা দশের প্রথম তিনে সত্যজিৎ – ঋত্বিক – মৃণাল
বিনিয়োগকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী এই সোনা ক্রয়-বিক্রয় করতে পারেন। কেনা সোনা, বিনিয়োগকারীর ডিম্যাট অ্যাকাউন্টে জমা হবে। পাশাপাশি বিক্রি করা সোনার অর্থ সরাসরি তারা তাদের ব্যাঙ্ক একাউন্টে পেয়ে যাবেন।
প্রসঙ্গত, বোম্বে স্টক এক্সচেঞ্জ ৯৯৫ এবং ৯৯৯বিশুদ্ধতার দুটি নতুন পণ্যের সাথে এই ইলেকট্রনিক্স গোল্ড রসিদ চালু করেছে। এটিকে ১গ্রামের, ১০ গ্রামের ও ১০০ গ্রামের গুনে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানা যাচ্ছে।
Electronic Gold Receipts| EGRs | Bombay Stock Exchange|
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ