তিয়াশা ভক্তা: সময়কে সঠিক কাজে ব্যবহার না করলেই আসে ব্যর্থতা। তবে জীবনে সময়টাই শেষ কথা নয়। তার সাথে প্রয়োজন ইচ্ছাশক্তির। সময় বা বয়স কোনোটাই থেমে থাকে না। কিন্তু এই বয়স যে কেবল সংখ্যা মাত্র তা বুঝিয়ে দিলেন মুম্বাইয়ের লোকাল ট্রেনের বৃদ্ধা হকার। ভাইরাল হলো সেই ভিডিও
বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা সালোয়ার কামিজ পরে লোকাল ট্রেনে চকোলেট ও বিভিন্ন খাবার বিক্রি করছেন যাত্রীদের । ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই পরিচিত গান ‘ মানা কে মুস্কিল হ্যয় সফর পার সুন ও মুসাফির’। যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
চুলে পাক ধরার সঙ্গে সঙ্গেই সকলেই প্রায় নির্ভর করে অন্যের সাহায্যের উপর। তবে এই স্বাধীনচেতা বৃদ্ধার স্বাধীনভাবে অর্থ উপার্জনের পদক্ষেপকে স্যালুট জানিয়েছে নেটিজেনরা।
অনেকে তার সম্পর্কে পড়ে তার সাথে দেখা করার জন্য ঠিকানা চেয়েছে । কে কোন স্টেশনে এই মহিলাকে দেখেছে সেটা শেয়ার করার কথাও কমেন্টে এসেছে। আসলে বয়সের বশ্যতার কাছে হার মানেন নি তিনি বরং বয়সই হার মেনেছে তার ইচ্ছাশক্তির কাছে। কোনো কিছুর জন্যই সময় শেষ হয়ে যায় না, শুধু শুরুটা করতে হয় তাই ৪৮০ হাজার লাইক পাওয়া এই ভিডিও থেকে বেশ অনুপ্রাণিত নেটিজেনরা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ