সুদীপ ঘোষঃ চলে গেলেন বোলপুরের এক টাকার ডাক্তার(ek takar daktar) পদ্মশ্রী সুশোভন ব্যানার্জি (Dr Sushovan banerjee)। আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রায় ৫৭ বছর রবি ঠাকুরের দেশ বোলপুর- শান্তিনিকেতনে গরীব মানুষের জন্য মাত্র ১টাকায় (one rupee) চিকিৎসা করে এসেছেন। এমবিবিএস সহ একাধিক ডিগ্রি ছিল তার ঝুলিতে। সরকারি চিকিৎসকের চাকরি ছেড়ে নিজের বাড়ির চেম্বারে শুরু করেন চিকিৎসা। বহু বিশিষ্ট মানুষের চিকিৎসা করেছেন তিনি তার মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চিকিৎসাও তিনি করেছেন।
এই সমাজ সেবার জন্য ২০২১ সালে তাঁর হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন দেশের সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ছিলেন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারক কমিটির সদস্য। তার প্রয়াণে শোকস্তব্ধ বোলপুরের মানুষ। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রয়ানে সোশ্যাল মিডিয়াতে আসছে একের পর এক শোক বার্তা