সুদীপ ঘোষঃ কাল অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee) নামের এক মহিলার অভিজাত ফ্ল্যাট থেকে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করে ইডি (ED)। পরে উদ্ধার হয় আরও কিছু টাকা ও সোনা। জানা গেছে, এই অর্পিতা চ্যাটার্জি হলেন রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জির (Partha Chatterjee) পরিচিত। ঘটনায় গ্রেফতার পার্থ চ্যাটার্জি।
এই মহিলা টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের নামী আবাসনে থাকেন। তার আবাসন থেকেই এই বিপুল টাকাসহ ২০টি মোবাইল, সোনা ও বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কথা স্বীকার করে।
প্রসঙ্গত, রাজ্যের এসএসসি নিয়োগে দুর্নীতিতে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ মোট ১৩ জনের বাড়ীতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। আগেই মহামান্য কলকাতা হাইকোর্টের (Kolkata HighCourt) নির্দেশে তদন্ত ভার নিয়েছে কেন্দ্রীয় আর এক সংস্থা সিবিআই। এই দুর্নীতি কাণ্ডের অভিযোগের প্রাথমিক তল্লাশিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে এই বিপুল টাকা উদ্ধারে অবাক সাধারণ মানুষ। নেট মাধ্যমে ছড়িয়ে পড়ছে একাধিক তর্ক- বিতর্ক..!!