অঋনদম সরকারঃ বেআইনি ভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী এবং তাঁর সাংসদ পুত্র রাহুল গাঁধীকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বুধবার এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুন –
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- পোস্ট অফিসে চাকরি করতে গেলে আবেদন করুন ৫ দিনের মধ্যে
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
ইডি-র তরফে জানানো হয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন এবং সোনিয়াকে ৮ জুন ইডি-র দফতরে হাজির হওয়ার কথা বলা হয়েছে ওই নোটিসে।
জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে মনমোহন সিংহের জমানাতেই দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি।
সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক পক্ষ দ্বারা প্রচারিত ইয়াং ইন্ডিয়ায় উল্লেখ করা আর্থিক অনিয়মের তদন্তের জন্য মামলাটি নথিভুক্ত করা হয়েছিল।
সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (PMLA) ফৌজদারি ধারায় সোনিয়া গান্ধী এবং মিঃ রাহুল গান্ধীর বক্তব্য রেকর্ড করতে চায় ইডি ।
ক্ষমতায় আসার পর সম্প্রতি সংস্থাটির তদন্তের অংশ হিসাবে কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খার্গে এবং পবন বানসালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।
২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। কংগ্রেস শিবিরের অভিযোগ এটি প্রতিহিংসার রাজনীতি । যার মূল হোতা হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে ৯০ কোটি টাকা দেনা ছিল তাদের। যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া।