সন্তু সামন্তঃ এবার ২২ গজের ক্রিকেট নয়, সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কে। চেন্নাই এর ড্রোন কোম্পানি গারুদা অ্যারোস্পেসের হয়ে ড্রোন এর জগতে ব্যাটিং করতে দেখা যাবে তাঁকে।
না, এখানে ক্রিকেটীয় ব্যাটিং নয়, অর্থ বিনিয়োগকারী ব্যাটার হিসেবে তিনি খেলবেন। গারুদা অ্যারোস্পেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছাড়াও গত বছর জুন মাসে এই স্টার্ট আপ সংস্থায় তিনি অর্থ বিনিয়োগ করেছিলেন। এই সংস্থাই এবার লঞ্চ করল ‘ড্রোনি’। এই ক্যামেরা ড্রোনটিকে নিরাপত্তার নজরদারির পাশাপাশি কৃষিক্ষেত্রেও কাজে লাগানো যাবে, এমনটাই জানিয়েছেন গারুদা অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা এবং সিইও অগ্নিশ্বর জয়প্রকাশ।
ড্রোন লঞ্চের অনুষ্ঠানে ধোনি জানান, কোভিড অতিমারির সময়ে তাঁর চাষবাসের প্রতি ব্যাপক আগ্রহ জন্মায়। কৃষির উন্নতিতে ড্রোন এর ব্যবহার কার্যকরী ভূমিকা পালন করতে পারে, এমনটাই তাঁর বিশ্বাস। চলতি বছরের শেষে ক্রয় করা যাবে কোয়াডকপ্টার কনজ়িউমার ক্যামেরা ড্রোন ‘ড্রোনি’। তবে সংস্থার তরফে এর দাম সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, এই মুহূর্তে ৪০০ টি ড্রোন এবং ৫০০ জন পাইলট নিয়ে ড্রোন ব্যবসায় সামনের সারিতে রয়েছে গারুদা অ্যারোস্পেস। কৃষি থেকে শুরু করে শিল্প সহ ডেলিভারি ক্ষেত্রেও তাদের ড্রোন মার্কেটে কাজ করছে। কয়েকদিন আগে ‘ড্রোনি’র লঞ্চ অনুষ্ঠানেই সংস্থার পক্ষ থেকে ‘কিসান ড্রোন’লঞ্চ করা হয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, একদিনে প্রায় ৩০ একর জমিতে কৃষি কীটনাশক স্প্রে করার ক্ষমতা রয়েছে ‘কিসান ড্রোন’ এর। কৃষিক্ষেত্রে উন্নতিসাধনে বেশ বড়সড় ভূমিকা নিতে পারে এই ড্রোন, এমনটাই জানিয়েছে সংস্থার কর্ণধার। তবে সংস্থার এই ড্রোন ওপেন মার্কেটে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ