মৌপিয়া মাইতিঃ গাড়ি কিনে ড্রাইভিং শিখলেই চলবেনা তার সাথে ড্রাইভিং লাইসেন্সও চাই। তবে লাইসেন্স পাওয়া একদম সহজ নয় বেশ কয়েকটি স্টেপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তবেই মিলবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সবুজ বাতি।
একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রায় ৫ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন এবং প্রায় ১৭হাজারেরও বেশি রিটুইট করা হয়েছে। ভিডিওটি চিনের একটি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রের।
ভিডিওটিতে দেখা যাচ্ছে এই পরীক্ষা কেন্দ্রে মূলত কয়েকধরণের রুট করা আছে। রুটটি সাদা দাগ দিয়ে কাটা। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারী সেই রুটগুলি দিয়ে সঠিক ভাবে গাড়ি চালাতে পারছে কিনা তা দেখা হয়।
চালক আঁকাবাঁকা রাস্তা, সরু রাস্তা ও গোলাকার রাস্তায় সঠিক ভাবে গাড়ি চালাতে পারছে কিনা বা পেছন দিক দিয়ে গাড়িকে নিয়ে যেতে পারছে কিনা দেখা হচ্ছে।এছাড়া ঠিক করে পার্কিং করতে পারছে কিনা দেখা হচ্ছে। আর সাদা দাগের বাইরে গাড়ি বেরিয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স পাবে না চালক।
প্রসঙ্গত, চিনে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে চারটি স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। আবেদনকারীর ট্রাফিক নিয়ম সম্পর্কে জানা আছে কিনা তা জানতে ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর দ্বিতীয় স্টেজে ট্র্যাকের মধ্যে পার্কিং টেস্ট ও ড্রাইভিং স্কিল টেস্ট।তৃতীয় স্টেজে ভালো ড্রাইভিং অভ্যাসের ওপর ৫০টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং সবশেষে রোড টেস্ট।