সন্তু সামন্তঃ চলতি বছরের “Doodle for Google 2022” এর নাম ঘোষণা করল সার্চ ইঞ্জিন গুগল। সারা ভারতের ১ লক্ষ ১৫ হাজার ছাত্র ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার স্কুল পড়ুয়া শ্লোক মুখার্জি।
নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র শ্লোক মুখার্জি। ইন্ডিয়া ডুডল ফর গুগল কনটেস্ট এ তাঁর ডুডল টাইটেল ছিল – “India on the center stage.”। তাঁর আঁকা ছবি আজ সারাদিন Google.co.in এর থিম ফিচার হিসেবে থাকবে, এমনটাই জানিয়েছে গুগল।
ডুডল এর সঙ্গে ডেসক্রিপশনে শ্লোক লিখেছেন, “আগামী ২৫ বছরের মধ্যেই ভারতের বিজ্ঞানিরা মানবজাতির উন্নয়নে নিজস্ব পরিবেশ বান্ধব রোবট তৈরি করবে। ভারত নিয়মিত আন্তঃমহাকাশ ভ্রমণ করবে। যোগা এবং আয়ুর্বেদ এ উন্নতির পাশাপাশি আগামী দিনগুলিতে ভারত আরও বেশি শক্তিশালী হবে”
উল্লেখ্য, ১ লক্ষ ১৫ হাজার ছাত্র ছাত্রীদের মধ্যে ফাইনাল পর্বের জন্য ২০ জনকে বেছে নেওয়া হয়েছিল। এই বেছে নেওয়ার দায়িত্বে বিচারকের প্যানেলে ছিলেন চিত্রপরিচালক, প্রযোজক এবং অভিনেতা নীনা গুপ্তা, টিঙ্কল কমিক্সের এডিটর ইন চিফ কুরাইয়াকোজ় ভাইসিয়ান, ইউটিউব ক্রিয়েটর স্লেপয়েন্ট এবং আর্টিস্ট ও উদ্যোগপতি আলিকা ভাট ও তার সঙ্গে সমগ্র গুগল ডুডল টিম।
এই ২০ জনের মধ্য থেকে চূড়ান্ত বাছাই করার জন্য গুগল এর পক্ষ থেকে অনলাইন পাবলিক ভোটিং সিস্টেম রাখা হয়েছিল। ভোট দিয়েছিলেন প্রায় সাড়ে ৫ লক্ষ জনগণ। শ্লোক মুখার্জির জাতীয় বিজয়ী হওয়া ছাড়া ও ৪ জন কে গ্রুপ উইনার ঘোষণা করেছে গুগল ডুডল।