মৌপিয়া মাইতিঃ দীপাবলী তো বাজি ফাটিয়েই পালন করা হয়। কিন্তু বাজি ফাটানোর ফলে পরিবেশদূষণ বা অগ্নিদূর্ঘটনার বাড়বাড়ন্ত-এর কারণে এখন দেশের অনেক জায়গায় শব্দবাজি ফাটানো নিষিদ্ধ। তা সত্ত্বেও এখনও বাজি ফাটানোর রমরমা কমেনি। কিন্তু ভরা রাস্তায় চলন্ত গাড়ির ওপর বাজি ফাটানো দেখেছেন কখনো (Diwali Viral)।
গুজরাটে ভেঙে পড়ল ঝুলন্ত সেতু; মৃত শতাধিক
দীপাবলীর মরশুমে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি চলন্ত গাড়ির বুটের উপরে কিছু লোককে আতশবাজি ফাটাতে দেখা গেছে। ঘটনা টি ঘটেছে গুরুগ্রামের ডিএলএফ ফেজ-III এর কাছে। গাড়িতে থাকা তিন অভিযুক্ত কেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ সি পি প্রিতপাল সিং।
নেটিজনরা ভিডিওটি শেয়ার করে গুরুগ্রামের পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া অনেকেই এমন কাজের নিন্দা করেন। তাদের শাস্তির দাবি করেন অনেকেই। তাদের এই কাজের ফলে নিজেদের গাড়িতে আগুন লেগে একটা দুর্ঘটনা তো ঘটতে পারতোই পাশাপাশি অন্য গাড়িতে থাকা মানুষেরও ক্ষতি হতে পারত। নিজের এবং পাশাপাশি মানুষের সুরক্ষার জন্য এরকম কাজ করা থেকে বিরত থাকুন।
Diwali Viral video| Diwali 2022 | firecrackers on running car | Gurugram|