সৌমি ঘোষঃ- ফেসবুক থেকে ইন্সটাগ্রামে টলিউড-বলিউডের সব তারকারা ছোটবেলার ছবি শেয়ার করে ব্যাপক সারা ফেলে দেন অনুরাগী মহলে। বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন কখনও অভিনয় বা কখনও স্টাইল আইকন হিসেবে থাকেন চর্চার কেন্দ্রে ।
তবে এবার দীপিকাকে ছোটবেলার ছবিতে নয়, পাওয়া গেল অন্য এক ভূমিকায়। মাত্র ১২ বছর বয়সে সপ্তম শ্রেণীতে পড়াকালীন তিনি লেখেন “I AM” নামের কবিতা।
কবিতাটি ইন্সটাগ্রামে শেয়ার করে তিনি জানান,এই প্রথম এবং শেষবারের মতো এই কবিতা তিনি লিখেছিলেন। রসিকতা করে আরো বলেন,কবিতার প্রথম দুটি শব্দ তাদের লিখতে দেওয়া হয়েছিল, ‘বাকিটা ইতিহাস’! তবে ছোট বয়সে লেখা হলেও কবিতাটির মধ্যে রয়েছে দীপিকার ব্যক্তিত্বের ছাপ।
দীপিকাকে কবি হিসেবে পেয়ে তার অনুগামীরা খুব খুশি। প্রায় আড়াই লক্ষের বেশি মানুষ পছন্দ করেছে কবিতাটি। তার ইন্সটার কমেন্ট বক্স ভরে গেছে শুভেচ্ছা বার্তায়।