সুদীপ ঘোষঃ বাড়ীতে চরম অভাব, তবু নিজের লক্ষ্যে পৌঁছলেন মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) দীপক প্রজাপতি (Deepak) । দারিদ্র্যতার সাথে সংগ্রাম করেই প্রথম প্রচেষ্টাতেই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেনসে (JEE Mains) সফল তিনি।
বাবা শ্রমিক। একটি মাত্র ঘরে পরিবারের মোট ৪ জন সদস্যের বাস। অভাব অনটন নিত্য দিনের সঙ্গী। আত্মীয় স্বজনের আর্থিক সাহায্যে আই.আই.টিতে (IIT) ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে কোচিংয়ে পড়া শুরু করেন দীপক। কোভিড মহামারীর সময় অনলাইনে পড়াশুনার জন্য মোবাইল কিনতেও ধার করতে হয় শ্রমিক বাবাকে। দুচোখে স্বপ্ন নিয়ে সেই সংগ্রাম, কঠিন পরিশ্রম ও ত্যাগই তাকে এনে দিল ৯৯.৯৩ (99.93) পার্সেন্টাইল স্কোর।
ছেলের সাফল্যে খুশির হাওয়া এখন ইন্দোরের গরীব শ্রমিক পরিবারে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের অভাব অনটন মিটাবে সেই আশাতেই বুক বাঁধছেন পরিবার । আসছে একের পর এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা ।গরীব ঘরের ছেলের এই স্বপ্ন পূরণের সাফল্যের কথা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে।