বরুণ মুখোপাধ্যায়ঃ মণিপুরের বিধ্বংসী ধসে নিহতের সংখ্যা বেড়ে হল ১৪, নিখোঁজ প্রায় ৭০ জন। বাকিদের খোঁজে চলছে তল্লাশি তবে বৃষ্টির কারণে উদ্ধারের কাজে দেরি হচ্ছে বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং-সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা।
- কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগ
- সাব ইনস্পেক্টর পোস্টের পরীক্ষা ১৭ জুলাই
- রেল এ গ্রুপ ডি পোস্টে ১ কোটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট
- ভারতীয় রেলের ICF এ বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
৩০ জুন মধ্যরাত্রের ধসে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্র মারফত জানা গেছে। ঘটনাটি ঘটেছে মণিপুরের ননে জেলার টুপুল রেলওয়ে নির্মাণ ক্যাম্পে। সীমা সুরক্ষা বাহিনীর গোর্খা রেজিমেন্টের জওয়ান, রেলকর্মী এবং স্থানীয় বাসিন্দা-সহ ১৪ জনের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়ছে। জানা গেছে, ধসে চাপা পড়ে আছে কমবেশি ৭০ জন। ডিজিপি পি ডঙ্গেলের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেছে এক বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার কাজে ভারতীয় সেনা, অসম রাইফেলের জওয়ান ছাড়াও হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বহু বিশিষ্টজন।