সুদীপ ঘোষঃ- আবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গোপসাগরে।দীর্ঘ গরমের অস্বস্তি কাটিয়ে প্রায় প্রতিদিনই বাংলা জুড়ে চলছে কালবৈশাখীর দাপট।
এর মধ্যেই পূর্ব উপকূলে দেখা দিয়েছে সাইক্লোনের সংকেত। ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।
যা আগামী দুদিনের মধ্যে গভীর নিম্নচাপ পরিণত হবে।
ঐ গভীর নিম্নচাপ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১০ তারিখ নাগাদ ওড়িশা অথবা বাংলা উপকূলের কাছে পৌঁছাতে পারে। এর ফলে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলা উপকূলে ব্যাপক ঝড়- বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা এই নিম্নচাপের গতিপথ ও শক্তির ওপর নজর রেখেছেন এবং সময়ের সাথে সাথে পূর্বভাস দিয়ে যাচ্ছেন।
প্রাথমিক ভাবে এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।