স্নিগ্ধা হালদারঃ এক উৎসবের আমেজ মিটতেই আর এক উৎসব দোরগোড়ায় হাজির। কিন্ত পিছু ছাড়ছে না করোনা আতঙ্ক। জাতীয় স্বাস্থ্য কমিশন আবার সমস্ত দেশকেই সাবধান করেছেন। সাথে আরও জানিয়েছেন যে, চিনে আবার নতুন করে covid 19 এ ১৪৫৬ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৩১৩ জন লক্ষণযুক্ত এবং ১১৪৩ জন উপসর্গহীন।
আমাদের দেশেও একই চিত্র দেখা যাচ্ছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে , গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬৭৮ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৫,৫৮৩ জন এবং দৈনিক পজিটিভিটি রেট ১.১৩ শতাংশ। এই ঊর্ধ্বমুখী আক্রান্ত রোগীর সংখ্যা বেশ চিন্তায় ফেলছে স্বাস্থ্য মহলকে।
পশ্চিমবঙ্গ ও পিছিয়ে নেই , রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী রাজ্যেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। যা চার দিন আগে ছিল ১০০ জন। এই মুহূর্তে হাসপাতালে আছে ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১জনের এবং পসিটিভিটি রেট ২.৮৭ শতাংশ।
তবে এই উৎসবের মরশুমেও দেশে টিকাকরণে কোনোরূপ ভাটা পড়েনি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রায় ৫লক্ষ ৯৪ হাজার ডোজ দেওয়া হয়েছে।
উৎসবে অবশ্যয় মেতে উঠবেন তবে গত ৩ বছরের অতিমারির কথা মাথায় রেখে। যার রেশ এখনও শেষ হয়নি। সতর্ক থাকুন। স্বাথ্যবিধি মেনে চলুন। প্রয়োজনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। উৎসবের আনন্দের পর আবার যাতে গৃহবন্দী না হতে হয় সেই দায়ভার আমাদেরই।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ