সন্তু সামন্তঃ রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন। এবার প্রধানমন্ত্রী বাছাইয়ের পালা। রণিল বিক্রমসিং (Ranil Wickremesinghe) শ্রীলঙ্কার (SriLanka) নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার ১ দিন পরই তিনি দীনেশ গুণবর্ধনেকে (Dinesh Gunawardena) প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন।
এর আগে মাহিন্দা রাজাপক্ষে ইস্তফা দেওয়ার পর রণিল বিক্রমসিং কে কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী পদ ফাঁকা ছিল। বিভিন্ন মন্ত্রিত্ব সামলানো ক্লাসফ্রেন্ড দীনেশ গুণবর্ধনেকেই তাই প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন রণিল।
আরও পড়ুনঃ SSC এর মাধ্যমে ট্রান্সলেটর পোস্টে কর্মী নিয়োগ
বস্তুত শ্রীলঙ্কার এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন করা আশু চ্যালেঞ্জ রাষ্ট্রপতি রণিল বিক্রমসিং এর কাছে। বিরোধী দলগুলির কাছে মিলিতভাবে সরকার চালানোর প্রস্তাব তিনি দিয়েছিলেন গতকাল। কিন্তু দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সেই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি। তাই এই মুহূর্তে দরকার বিশ্বস্ত লোকের যিনি প্রশাসনিক কাজে অভিজ্ঞ। এদিক থেকে সহপাঠী তথা প্রাক্তন মন্ত্রী দীনেশ গুণবর্ধনেকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি। জানা গেছে আপাতত পুরনো মন্ত্রিসভা নিয়েই সরকার চালানো হবে।