ওয়েব ডেস্কঃ কোভিশিল্ড বা কোভ্যাক্সিন উভয় অর্থাৎ সম্পুর্ন ডোজ যারা নিয়েছেন, তাদের বয়স ১৮ বছর হলেই নিতে পারবেন কর্বেভ্যাক্স (Corbevax)। বায়োলজিক্যাল ই’ র কর্বেভ্যাক্সকে সতর্কতামূলক ডোজ হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। এই প্রথম বার কোভিড এর জন্য দেওয়া প্রাথমিক টিকার থেকে আলাদা কোন বুস্টার ডোজ ভারতে অনুমদিত হল।
সূত্রের খবর প্রাপ্ত বয়স্ক রা কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ২৬ সপ্তাহ (৬ মাস) পর সতর্কতামূলক ডোজ হিসাবে কর্বেভ্যাক্স নিতে পারবেন।
ইতিমধ্যেই co-Win পোর্টালে কর্বেভ্যাক্স এর জন্য প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে। কোভিড নির্দেশিকা গুলির সাথে আরও কিছু নির্দেশিকা যুক্ত হবে বলেও জানা যাচ্ছে।
ভারতে এবছরের জানুয়ারী মাস থেকেই স্বাস্থ্যসেবা এবং প্রথম সারির কোভিড যোদ্ধা কর্মী সহ ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছিল। ১০ এপ্রিল থেকে কেন্দ্র সরকার ১৮ বছরের বেশি বয়সী সকলকে COVID-19 ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে এতদিন প্রাথমিক টিকা কেই বুস্টারেও ব্যবহার করা হচ্ছিল। কোভিড ওয়ার্কিং গ্রুপ (CWG) এর তথ্য অনুযায়ী Corbevax ভ্যাকসিন, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড গ্রহণ করা ব্যক্তি দের উপর প্রয়োগ করা হলে অ্যান্টিবডি টাইটারে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাতে পারে। যা কোভিড-১৯ প্রতিরোধে উল্লেখযোগ্য ভুমিকা নেবে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ