সুদীপ ঘোষঃ আর মাত্র ৭ দিন বাকি। এরপরই শুরু হতে চলেছে ক্রীড়াজগতের অন্যতম প্রতিযোগিতা – কমনওয়েলথ গেমস (Birmingham 2022 Commonwealth Games) ও চেস অলিম্পিয়াড (Chess Olympiad 2022)। আজ সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভারতীয় দলের খেলোয়াড় ও কোচেদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
খেলোয়াড়দের খোঁজখবরের পাশাপাশি তাদের সাফল্য কামনা করে আগাম শুভেচ্ছা জানান তিনি।
কমনওয়েলথ গেমস এ ভারতের ২১৫ জন মোট ১৫ টি খেলায় অংশগ্রহণ করবে। বাস্কেটবল, বিচ ভলিবল, নেটবল এবং রাগবি সেভেন্স – এই ৪ টি খেলায় ভারতের কোনও প্রতিযোগী থাকছে না।
আরও পড়ুনঃ পাঁচটি বেসরকারি সংস্থায় কাজের খোঁজ
এক নজরে দেখা নেওয়া যাক দুই আন্তর্জাতিক প্রতিযোগিতার খুঁটিনাটি।
২২তম কমনওয়েথ গেমস ২০২২
•আয়োজক:- বামিংহাম (ইংল্যান্ড)
•অংশগ্রহণকারী দেশ:- ৭২টি কমনওয়েলথ দেশ।
•ক্রীড়াসমুহ:- ১৯ টি।
•নতুন খেলা:- মহিলা ক্রিকেট, বিচ ভলি ও প্যারা টেবিল টেনিস।
• ভারতের প্রতিযোগী:-২১৫ জন
• ম্যাসকট:- পেরি ( ষাঁড়)
• মোটো:- “সবার জন্য খেলা”।
•পরবর্তী আয়োজক:- ২৩তম ভিক্টোরিয়া-২০২৬ (অস্ট্রেলিয়া)
•গতবারের আয়োজক দেশ:- ২১তম- গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া)
•প্রথম কমনওয়েথ গেমস:-১৯৩০(লন্ডন)
•ভারত আয়োজক:-২০১০(দিল্লি)
• সদর দপ্তর:- লন্ডন।
•প্রধান:- লুইস মার্টিন।
৪৪তম চেস অলিম্পিয়াড ২০২২
• আয়োজক:- চেন্নাই (ভারত)
আরও পড়ুনঃ NABARD এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ
• অংশগ্রহণকারী দেশ:- ১৮৯টি।
•ভারতের প্রতিযোগী:- ২০জন।
•ম্যাসকট:- থাম্বি (ছোট ভাই)
•মোটো:- “আমরা একটাই পরিবার”।
•মশালবহনকারী:- বিশ্বনাথন আনন্দ
•সংস্থা:- ফেডারেশন ইন্টারন্যাশনাল দিস ইচেস (FIDE)
•প্রতিষ্ঠা:- প্যারিস (১৯২৪)
•সদরদপ্তর:- লুসান ( সুইজারল্যান্ড)
•প্রধান:- আরকোডি ভরকোভিচ
•প্রথম প্রতিযোগিতা:- লন্ডন (১৯২৭)
•পরবর্তী প্রতিযোগিতা:- বুদাপেস্ট:-২০২৪ (হাঙ্গেরি)
• গত প্রতিযোগিতা:-২০২০ অনলাইন।
•২০১৮ প্রতিযোগিতা:- বুটামি (জর্জিয়া)
• ভারতে প্রতিযোগিতা:- (প্রথম)২০২২।