স্নিগ্ধা হালদারঃ অনেক ক্ষেত্রেই পড়ুয়ারা কোনো এক কলেজে ভর্তি হওয়ার পর, সেই কলেজ ছেড়ে দেয়। সেক্ষেত্রে সেই পড়ুয়া কলেজে দেওয়া টাকা ফেরত পেতে (College refund) চরম হয়রানির শিকার হয় তারপর যদি ফেরতও পায় তাহলে মোট টাকার থেকে অনেক কম পায়।
দীর্ঘদিন ধরে এই সমস্যায় হয়রানি হচ্ছিল বহু শিক্ষার্থী । এই সমস্যা ঠেকাতেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এক কড়া পদক্ষেপ নিল, যেখানে বলা হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিকে ভর্তি বাতিল করা বা মাইগ্রেশন নেওয়া শিক্ষার্থীদের সমস্ত টাকা অবিলম্বে ফেরত দিয়ে দিতে হবে অন্যথায় উক্ত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর অনুমোদন বাতিল করে দেওয়া হবে এবং কমিশন থেকে প্রাপ্ত অর্থ ও দেওয়া হবে না।
যদিও এই নিয়ম বছর খানেক আগেই জারি করা হয়েছিল তবুও বর্তমান শিক্ষাবর্ষেও অনেক ছাত্র ছাত্রীদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই অভিযোগ আসাতেই আবার কড়া পদক্ষেপ নিতে হলো ইউজিসি কর্তিপক্ষকে।
সাধারণত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শিক্ষাবর্ষ শুরু হয়ে যায়। কিন্তু বর্তমান শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য এই বছর প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট (CUET) আয়োজন করা হয়েছিল। স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হয় ১৬ই সেপ্টেম্বর এবং স্নাতকোত্তর ডিগ্রির ২৬ সে সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশিত হয়। এছাড়া এই বছর JEE, NEET সহ অন্যান্য পরিক্ষার ফল বের হতেও দেরী হয়। এই কারণেই বহু উদ্বিগ্ন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তি হয়ে যায়। এখন তারা বিভিন্ন কেন্দ্রীয় কলেজে ভর্তি হতে চাইছে।
এই কারণেই ইউজিসির সেক্রেটারি রাজনিস জৈন সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজকে ৩১ শে অক্টোবরের মধ্যে বাতিল করা বা মাইগ্রেশন নেওয়া সমস্ত শিক্ষার্থীদের দেয় সমস্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC College refund) কেন্দ্রীয় সরকার দ্বারা স্থাপিত একটি সংস্থা যা ১৯৫৬ সালে তৈরি হয়। এর প্রধান কাজ হলো ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করা এবং তাদের মান নির্ধারণ করা। এছাড়া ইউ জি সি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দেয় এবং কলেজগুলোকে অর্থসাহায্য করে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ