দার্জিলিং-এ (Darjeeling) একটি কফি হাউস তৈরীর পরামর্শ আগেই দিয়েছিলেন। এবার কফি হাউসের উদ্বোধন করতে পেরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। তিনি নিজের ফেসবুকেই জানিয়েছেন সে কথা। কফি হাউস (Coffee House) নামের মধ্যেই বাঙালিদের মনে রয়ে গেছে একাধিক আবেগ।
পাহাড় পরিবেষ্টিত এই ক্যাফেতে রয়েছে লাইব্রেরী ও। প্রকৃতির মাঝে বসে কফি বা চা হাতে সঙ্গীর সঙ্গে আড্ডা, সামনে কাঞ্চনজঙ্ঘা ! হাতে পছন্দের বই – এই স্বর্গ সুখ উপভোগের সুযোগ এখন সবার জন্যই।
ক্যাফে মালিক শিল্পপতি সত্যম রায় চৌধুরী সহ উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। টলিউড অভিনেতা ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়ে মমতা ব্যানার্জী গাইলেন আলোকের এই ঝরনা ধারা গানটি। কা্টালেন বেশ কিছু সময়। কলকাতার কফি হাউসের আদলে তৈরী এই ক্যাফে হাউস (Cafe House) নিয়ে বেশ আশাবাদী মুখ্যমন্ত্রী। দার্জিলিং পরিদর্শন কারী সমস্ত মানুষদের তিনি এই কফি হাউস টি উপভোগ করে কিছু স্মৃতি রেখে যাওয়ার বার্তা দিয়েছেন।