ওয়েব ডেস্কঃ অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM) ভগবন্ত সিং মানকে (Bhagwant Mann)। সূত্রের খবর পেটে ব্যথা হওয়ার কারণে বুধবার সকালেই দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে।
গত ১০ মার্চ পঞ্জাবে ক্ষমতায় আসে আম আদমি পার্টি (AAP)। তাঁর ঠিক ৬ দিনের মাথায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভগবন্ত সিং। চলতি মাসেই ডঃ গুরপ্রীত কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভগবন্ত সিং মান।
উল্লেখ্য, রাজ্যের দুষ্কৃতী ও গ্যাংস্টারদের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালাচ্ছে পঞ্জাব পুলিশ। আজ সকালেই ডিজিপি পাঞ্জাব পুলিশ এবং অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।