তিয়াশা ভক্তা: প্যাডেল স্টিমার – গল্পে, ছবিতে বা ভিডিওতে দেখা যায়। সারা বিশ্বেই প্যাডেল স্টিমার (paddle steamer) এখন আর নেই বললেই চলে। এবার সেই পুরনো দিনের প্যাডেল স্টিমারই হতে চলেছে আপনার উইকএন্ড ডেস্টিনেশন।
না, নতুন করে তৈরি নয়, দেশ স্বাধীন হওয়ার আগে তৈরি হওয়া প্যাডেল স্টিমার এবার নামবে গঙ্গাবক্ষে। সালটা ১৯৪৪। ডাম্বার্টন জাহাজ নির্মাণ সংস্থা তৈরি করে স্টিমার ‘পি এস ভোপাল’ (PS Bhopal)। স্বাধীনতার অনেক ইতিহাস এর সাক্ষী এর স্টিমার। এখন রয়েছে কলকাতার শ্যামা প্রসাদ মুখারজি বন্দরের (কলকাতা বন্দরের বর্তমান নাম) জমানায়।
লঞ্চে গঙ্গায় হেরিটেজ ট্যুর এখন বেশ প্রচলিত। কিন্তু সেখানে একসাথে ত্রিশ জনের বেশি মানুষ ভ্রমণ করতে পারে না। তাই এই ভোপাল সংস্কার করে হেরিটেজ ট্যুর হিসাবে ব্যবহারের কথা জানিয়েছেন কলকাতা পোর্টের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার। স্টিমারটিতে দুদিকে দুটো প্যাডেল থাকবে চাকার মতো। তবে চালিত হবে অত্যাধুনিক ইঞ্জিনে। এটাতে একসাথে একশো জনেরও বেশি মানুষ একসাথে ভ্রমণ করতে পারবে এবং টিকিটের মূল্যও হবে কম।
বেশ কয়েকবার ট্রায়ালের পর চলতি মাসের শেষ দিকে বর্ষা কাটলেই নদীতে নামবে ভোপাল। সূত্রের খবর, শুধু কাছাকাছি হেরিটেজ জায়গা নয়, দূরে এমনকি মায়াপুরেও ট্যুর প্ল্যান এর সম্ভাবনা রয়েছে। কত তাড়াতাড়ি ‘ভোপাল’ এর পালে হাওয়া লাগে সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ