অধ্যায় সাহাঃ প্রায় ৩বছর আগে এমন সময়ই অশনি সংকেত পাওয়া গিয়েছিল চীন থেকে। লকডাউন শুরুর মাস দুই তিনেক পর থেকে কোভিড ১৯ (Covid-19) এর থাবা ছড়িয়ে পরেছিল গোটা বিশ্বে। আর তারপরের ঘটনা সবারই জানা। একটি ভাইরাস সমগ্র মানব জাতির মেরুদন্ড ভেঙে দেওয়ার পক্ষে যে যথেষ্ট তা এতদিনে বুঝে গেছে আট থেকে আশি। নতুন করে আবার রেকর্ড সংখ্যক কোভিড আক্রান্ত হওয়া এবং লকডাউনের ঘোষণা — আবারো ২০২০’র পুনরাবৃত্তি হবে না তো ?
চীনের ন্যশানাল হেলথ এর তথ্য বলছে, গত কালই চীনে ৩১,৪৫৪ জন নতুন করে Covid-19 আক্রান্ত হয়েছেন। প্যান্ডেমিক এর পর থেকে একদিনে সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত হয়েছেন গতকালই, আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গেছে।
কোভিড বিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের, জানুন কি সেই নির্দেশিকা
উল্লেখ্য, চীনের ঝেনঝৌ প্রদেশের একটি আই ফোন কারখানায় কর্মী বিক্ষোভের জেরে বহু মানুষের জমায়েতের পরপরই বিপুল সংখ্যায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ৷ বাধ্য হয়ে ঝেনঝৌ প্রদেশে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে চীন সরকার। শহরের ৬০ লক্ষ মানুষ ঘরবন্দি। জারি হয়েছে কোভিড বিধি। শীতকালীন বিভিন্ন মেলা পার্বণ বাতিল হয়েছে চীনের বিভিন্ন শহরে। বেজিং, সাংহাই সহ বিভিন্ন শহরে ইতিমধ্যে জমায়েত নিষেধাজ্ঞা সহ জারি হয়েছে কোভিড বিধি।
তবে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের চিত্র কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক নয়। কেন্দ্রীয় সবাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, ভারতে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা (Active Case) ৫৮৮১ । পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা ৫ (২৩ নভেম্বর, ২০২২ অনুযায়ী)। তবে কোভিডের কারণে কোনও মারা যাওয়ার ঘটনা নেই গতকালের তথ্য অনুযায়ী। রাজ্যে পজিটিভিটি রেট ০.১০%। সুস্থতার হার ৯৮.৯৮%। ভ্যাকসিন নেওয়ার পরিমাণও যথেষ্ট ভালো। তাই মোটের ওপর কোভিড পরিস্থিতি রাজ্য সহ গোটা ভারতে এখন ও পর্যন্ত আশাব্যঞ্জক।
প্রসঙ্গত, গতকালই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আন্তর্জাতিক যাত্রীদের জন্য কোভিড বিধি শিথিল করা হয়েছিল। ভারতে কোভিড-১৯ টিকাকরণ যথাযথ হওয়া এবং Covid-19 সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার কারণে এয়ার সুবিধা পোর্টালে (Air Suvidha Portal) আর সেলফ ডিক্লেরেশান জমা করতে হবে না বিদেশী যাত্রীদের, এমনটাই জানানো হয়েছিল। যদিও কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করে যে পরিস্থিতির পরিবর্তন হতে পারে তা ওই নির্দেশিকায় জানানো হয়েছিল।
তাই আগামীতে আবারও বিধিনিষেধ জারি হয় কিনা সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
Comments 1