সন্তু সামন্তঃ গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। তাহলে কি এবার মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন ? আর সেই জল্পনা সত্যি করে বিকেল ৪ টেয় রাজভবনে পৌঁছালেন মুখ্যমন্ত্রী।
সরকার গঠনের ২ বছরের মধ্যেই তাল কাটল জোট সরকারের। ভেঙে গেল বিজেপি-জেডিইউ জোট। মহারাষ্ট্রের পর এবার পালাবদল বিহারের। তবে মহারাষ্ট্রের উলটপুরাণ ঘটল বিহারে (Bihar CM)।
২০২০ সালে বিধানসভা নির্বাচনের পর থেকেই জোট সরকারের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। বিজেপি-জেডিইউ জোট সরকারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার(Nitish Kumar) পদে বসলেও ভোটের ফলাফলে খুব একটা যে সন্তুষ্ট ছিলেন না তা তার একদা করা মন্ত্যব্যেই স্পষ্ট ছিল।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে মোট ১০ টি সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
তিনি যে চাপে পরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই ইঙ্গিত তিনি দলীয় বৈঠকে দিয়েছিলেন। কেন্দ্রের অগ্নিপথ যোজনা নিয়ে যখন বিহারে আগুন জ্বলছিল তখনও চুপ ছিলেন নিতিশ কুমার। এমনকি কিছুদিন আগে আর জে ডির তরফে তেজস্বী যাদবের আয়োজন করা ইফতার পার্টিতে পাশে থেকে নিতিশ কুমার বুঝিয়ে দিয়েছিলেন তার সঙ্গে বি জে পির দূরত্ব বাড়ছে।
তবে বিভাজন রেখা স্পষ্ট হয় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে। গত ১৭ জুলাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ র ডাকা মুখ্যমন্ত্রীদের বৈঠকেও উপস্থিত ছিলেন না নিতিশ কুমার। সূত্রের খবর কংগ্রেস ও আরজেডি ইতিমধ্যেই নিতিশ কুমার কে সমর্থন জানিয়েছেন। বামেদের সমর্থনও তিনি পাবেন, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ LIC তে ম্যানেজার নিয়োগ
প্রসঙ্গত, ২০১৫ সালে আর জে ডির সঙ্গে সরকার গঠন করেছিলেন নিতিশ কুমার। ২০২২ সালে কি তারই পুনরাবৃত্তি হবে ? সময়ই তার উত্তর দেবে।
২০২০ র বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ টি আসন এর মধ্যে আরজেডির ৭৯ জন, বিজেপির ৭৭, জেডিইউ-র ৪৫ জন , কংগ্রেসের ১৯ জন ও সিপিএমএলের ১২ জন বিধায়ক রয়েছে। জেডিইউ-বিজেপি জোট সরকারের মোট বিধায়ক সংখ্যা ১৬৪। যদি আরজেডি-জেডিইউ জোট হয় তাহলে মুখ্যমন্ত্রী কে হন সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ