সুদীপ ঘোষঃ বাংলায় গড়ে উঠতে চলেছে প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়। ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের ছেলে মেয়েদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় (Sports University) গড়ে তোলার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।
গতকাল শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের এক সংগ্রহশালা উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের দিশা দিতে তিনি ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এই রাজ্যের ছেলে মেয়েরা বরাবরই খেলার জগতে খ্যাতি অর্জন করেছে। এই রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে যুক্ত যুবক যুবতীরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করেছে।
ভবিষ্যতের ক্রীড়াবিদদের আধুনিক ও বিজ্ঞানধর্মী প্রশিক্ষণ ও শিক্ষার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। স্পোর্ট ইউনিভার্সিটি স্থাপনের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তিনি চীনের স্পোর্টস ইউনিভার্সিটি ও কলেজ স্থাপনের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে আমূল উন্নতির প্রসঙ্গ টেনে আনেন। ইস্ট বেঙ্গলের মঞ্চ থেকেই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্পোর্ট ইউনিভার্সিটি স্থাপনের বিষয়ে রাজ্যের অন্য গুরুত্বপূর্ন মন্ত্রী এবং তার ঘনিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ ও ক্রীড়াবিদদের সাথে কথা হয়েছে।
ক্রীড়া ও সংস্কৃতির প্রতি মুখ্যমন্ত্রীর প্রেম সবার জানা। ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে রাজ্যের সরকার আগেও একাধিক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়েছে। এবার ক্রীড়া ক্ষেত্রে বাংলার ছেলে- মেয়েদের দিশা দিতে সরকারের নতুন সংযোজন ক্রীড়া ইউনিভার্সিটি। রাজ্যের এই সিদ্ধান্ত ক্রীড়া ক্ষেত্রে বাংলার যুবক যুবতীদের জন্য যে নতুন দরজা খুলে দেবে তারই আশার আলো দেখছে ক্রীড়া প্রেমী ও বিশেষজ্ঞরা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ