সঞ্জয় বৈরাগীঃ সম্প্রতি বিহারে ঘটা একাধিক দুর্নীতি মামলা খবরের শিরোনামে উঠে এসেছে, আর এরই সঙ্গে জড়িয়েছে সেই রাজ্যের একাধিক বর্ষীয়ান নেতার নাম। আজ এমনই এক ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ।
জমির বিনিময়ের রেলে চাকরি পাইয়ে দেওয়ার দুর্নীতি মামলায় আরজেডি সভাপতি তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (LaluPrasadYadav) এবং তার পরিবারের একাধিক সদস্য সমেত আরো ১৪ জন এর বিরুদ্ধে সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (CBI) শুক্রবার একটি চার্জশিট পেশ করেছে।
সিবিআই সূত্রের খবর, লালুপ্রসাদযাদব রেল মন্ত্রী থাকাকালীন চার্জশিটে উল্লেখিত প্রভাবশালী ব্যক্তিরা তাদের নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অযোগ্য ব্যক্তিকে মুম্বাই, জব্বলপুর ও কলকাতাসহ রেলের বিভিন্ন জোনে চাকরি পাইয়ে দিয়েছেন। এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন রেলের এক প্রাক্তন জেনারেল ম্যানেজারও।
সিবিআই ২০২১সালের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি মামলায় প্রাথমিক তদন্তে নামে। পাশাপাশি এই মামলার সঙ্গে সম্পর্কিত ১৬টি বিভিন্ন স্থানে অভিযান চালায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল।
সিবিআইয়ের দাবি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেল মন্ত্রী থাকাকালীন রেলের বিভিন্ন জনে গ্রুপ ডি পদে নিয়োগের পরিবর্তে লালু যাদব ও তার পরিবারের সদস্যরা আর্থিক সুবিধা নিয়েছিলেন। চাকরি দেওয়ার পরিবর্তে চাকরিপ্রার্থীদের কাছ থেকে তারা নিজেদের নামে বিপুল পরিমাণ জমি হস্তান্তর করেছেন।শুধুমাত্র পাটনাতেই এই জমির পরিমান দাড়িয়েছে ১,০৫,২৯২ বর্গফুট।এছাড়া পাঁচটি বিক্রয় দলিল ও দুটি উপহার দলিলের মাধ্যমেও চাকরিপ্রার্থীদের থেকে জমি সংগ্রহ করা হয়েছে বলে দাবী করেন সিবিআই এর বিশেষ তদন্তকারী দল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ