ওয়েব ডেস্কঃ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ! এবার হত্যামঞ্চের (Hotyamancha) রহস্য সমাধান করতে আসছে স্বয়ং ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakhsi)।
হ্যাঁ, কলকাতার লেক মলে আজ ঠিক সন্ধ্যে সাড়ে ৫ টায় হত্যামঞ্চের ট্রেলার লঞ্চ হবে। আজ মূল সিনেমা বক্স অফিসে রিলিজ হবে আগামী ১১ আগস্ট।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অসমাপ্ত গল্প “বিশুপাল বধ” (BishupalBodh) গল্প অবলম্বনে তৈরী হয়েছে “ব্যোমকেশ হত্যামঞ্চ” (ByomkeshHotyamancha)। মূল গল্পে বিশুপাল একজন নামকরা নাট্যশিল্পী। এক অভিনয়ের মঞ্চে ভীম-কীচকের যুদ্ধের দৃশ্যে কীচকের ভূমিকায় ছিলেন বিশুপাল। নাটক অনুসারে বধ হয় কীচক। কিন্তু শুধু কীচক ই নন, দর্শক ব্যোমকেশের সামনেই বধ হন কীচকের ভূমিকায় অভিনয় করা বিশুপাল ও। ঘটনার তদন্ত শুরু হলেও তাঁর শেষ আমারা কেউ জানিনা কারন লেখক শরদিন্দু বাবু গল্পটি শেষ করেন নি। তাই নতুন করে নির্মিত এই গল্পের শেষ জানতে অবশ্যয় অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।
চারবছর পর ব্যোমকেশ নিয়ে বড়পর্দায় অরিন্দম শীল। ব্যোমকেশ ও সত্যবতীর ভূমিকায় দেখা যাবে হিট জুটি আবির (Abir Chatterjee) ও সোহীনি (Sohini Sarkar) কে। অজিত এর ভূমিকায় থাকছেন সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়া থাকছেন পাওলি দাম সহ অন্যান্য তারকা দের।