ইন্দ্রাণী লাহাঃ আবার ও ব্যোমকেশ এর ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এবার এসভিএফ এবং ক্যামেলিয়া প্রোডাকশনের যৌথ উদ্যোগে ১১ই আগস্টে আসতে চলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের “বিশুপাল বধ” গল্প নিয়ে তৈরী “ব্যোমকেশ হত্যামঞ্চ”।
সত্যবতীর ভূমিকায় সোহিনী সরকার। অজিতের ভূমিকায় বর্তমান ওটিটি দুনিয়ার পরিচিত মুখ সুহত্র মুখোপাধ্যায়।
এছাড়া বিশুপাল, সুলোচনা, ব্রজদুলাল, সোমরিয়া,কালিকিংকর,মাধব মিত্তির, মালবিকা ও প্রতুল বাবুর ভূমিকায় কিঞ্জল নন্দ, পাওলি দাম, অর্ণ মুখার্জী,অনুষা বিশ্বনাথন,লোকনাথ দে,অসীম রায় চৌধুরী, পৌলমি দাস ও পদ্মনাভ দাসগুপ্ত
১৯৭১ সালের কলকাতার পটভূমিতে তৈরি এই গল্পে রয়েছে নকশাল আন্দোলন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের চিত্র। আর সাথে বাংলা থিয়েটারের ক্যাবারের উৎপত্তি ও থিয়েটারের মঞ্চেই ঘটে যাওয়া মৃত্যু যা চাক্ষুষ করেন স্বয়ং ব্যোমকেশ।
প্রসঙ্গত, ১৯৭০ সালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় “বিশুপাল বধ” রচনা করেন। কিন্তু তিনি তা শেষ করতে আর পারেননি। তাঁর অসমাপ্ত লেখাকে পূর্ণতা দান নারায়ণ সান্যাল। কিন্তু সিনেমার খাতিরে অরিন্দম শীল সেটি গ্রহণ করেননি। বদলে তিনি ও পদ্মনাভ দাসগুপ্ত মিলিতভাবে গল্পটির শেষ অংশ তৈরি করেন।