ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র (PM Narendra Modi) মোদি আজ শনিবার উত্তরপ্রদেশের জালাউন জেলার একটি অনুষ্ঠানে ২৯৬ কিলোমিটার (296 KM) দীর্ঘ বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করলেন। জেনে নেওয়া যাক বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে সম্পর্কে কিছু তথ্যঃ
১. উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (UPEIDA) এর অধীনে ২৯৬ কিমির চার লেনের এই এক্সপ্রেসওয়েটির জন্য খরচ হয়েছে প্রায় ১৪,৮৫০ কোটি টাকা।
২. এক্সপ্রেসওয়েটি-কে পরে ছয় লেন (6 Lane) পর্যন্ত প্রসারিত করা হতে পারে।
৩. এক্সপ্রেসওয়েটি এই অঞ্চলে শুধু সংযোগ ব্যবস্থা নয় শিল্প বিকাশেও এর বড় ভুমিকা আছে। এই রাস্তার উপর ভিত্তি করেই স্থানীয় লোকেদের জন্য তৈরী হবে বহু কর্মসংস্থান (Job Opportunity) ৷
৪. এটি চিত্রকূট জেলার গোন্ডা গ্রামের NH-35 থেকে ইটাওয়া জেলার কুদ্রাইল গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়ে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হয়েছে।
৫. এক্সপ্রেসওয়েটি যাচ্ছে সাতটি জেলার মধ্য দিয়ে, যেগুলি হল- চিত্রকূট, বান্দা, মাহোবা, হামিরপুর, জালাউন, আউরাইয়া এবং ইটাওয়া।
৬. প্রধানমন্ত্রী এই এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 2020 সালের ফেব্রুয়ারিতে । প্রায় ২ বছর ৪ মাসে শেষ হল কাজ।
৭. বান্দা এবং জালাউন জেলায় একটি শিল্প করিডোর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এক্সপ্রেসওয়ের পাশেই।
৮. প্রধানমন্ত্রী মোদির মতে, এই প্রকল্পে উপকৃত হবে স্থানীয় অর্থনীতি । এই অঞ্চলে আরও বেশি করে কর্মসংস্থান তৈরী হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য অনুসারে, সরকার সারা দেশে সংযোগ বাড়ানোর কাজে প্রতিশ্রুতিবদ্ধ – যার একটি অন্যতম দিক হল সড়ক পরিকাঠাম উন্নয়ন।প্রধানমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয় জালাউন। জেলা সদরের সমস্ত হোটেল ও রেস্তোরাগুলিতে চলেছে অভিযান।