সৌমি ঘোষঃ বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রেই বাজিমাৎ বলিউডে। ট্রেলার প্রকাশিত হওয়ার পরই এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। হিন্দু দেব দেবীর পৌরানিক আধারে গড়ে উঠেছে গল্পের অবয়ব।
জল-বায়ু- অগ্নির মতো প্রাকৃতিক শক্তির অপরিসীম ক্ষমতাকে দেখানো হয়েছে ছবিতে। বিশেষ করে আগুনই হয়ে উঠেছে অস্ত্র। ছবিতে বলিউডের রনবীর – আলিয়া মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। রা-লিয়া জুটিকে ঘিরেও দর্শকদের উন্মাদনা তুঙ্গে। গল্পের মূল চরিত্র শিবার ভূমিকায় রনবীর, যিনি আসলে মহাদেবের মহাশক্তির অংশ। তাঁর কাঁধে ব্রহ্মাস্ত্র রক্ষার ভার। শিবা কি পারবে ব্রহ্মাস্ত্রকে রক্ষা করতে? জানতে হলে আগামী ৯ সেপ্টেম্বর ‘ব্রহ্মাস্ত্র:পার্ট ওয়ান’- এর জন্য অপেক্ষা করতে হবে।
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
- অগ্নিপথ স্কিমে কয়েক হাজার সেনা কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ গুরুর চরিত্রে রয়েছেন বিগ-বি। আবার হঠাৎই শোনা যাচ্ছে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকেও, ফলে ‘ব্রহ্মাস্ত্র’ যে বক্স অফিসে হিট হবে তাতে কোন সন্দেহ নেই।
তবে সবচেয়ে নজর কেড়েছে দূর্দান্ত VFX-এর ব্যবহার। সিনে-প্রেমীরা বলছেন এই ছবি অ্যাভেঞ্জার্স, মার্ভেল, যে কোন সুপারহিরোদের মুভির সাথে পাল্লা দিতে পারে। দক্ষিণী ছবির ভক্তরা বলছেন RRR, KGF-2, বাহুবলীর মতো বড়ো বাজেটের ছবির সাথে ভারতীয় সিনেমায় জুড়তে পারে ব্রহ্মাস্ত্রের নামও।