সুদীপ ঘোষঃ বাঙালির প্রাণের পুজো দুর্গা পুজো, মানেই ঠাকুর দেখা, আড্ডা, সিনেমা আর খাওয়া দাওয়া। পুজোয় বাঙালির মনকে আর একটু তৃপ্তি দিতে আসছে “বৌদি ক্যান্টিন”। না, কোনো হোটেল বা রেস্টুরেন্ট নয়, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা “বৌদি ক্যান্টিন”।
সিনেমার মুল চরিত্র পৌলমী নামের এক স্বাধীনচেতা বাঙালি মহিলার জীবন নিয়েই তৈরি হয়েছে গল্প। পৌলমীর চরিত্রে দেখা যাবে রাজ ঘরণী শুভশ্রীকে আর তার স্বামীর চরিত্রে পরিচালক পরমব্রতকে পর্দায় দেখা যাবে।
প্রবাসী বাঙালি শেফ আসমা খান, যিনি বর্তমানে ব্রিটেনে একাধিক হোটেলের মালিক তারই জীবনী পর্দায় ফুটিয়ে তুলেছেন পরম। পৌলমী, বাঙালি ঘরের প্রগতিশীল যুবতী , যিনি পড়াশুনা সেরে শিক্ষকতা করেন এবং তার সখ রান্না করা। এরপরই তার জীবনে স্বামী হয়ে আসেন পরমব্রতর সিনামা চরিত্র।
চাকরি ছেড়ে স্বামী ও সংসার নিয়ে জীবনের পথে চলতে চলতে হাঁপিয়ে ওঠেন পৌলমী। তখনই স্বামীর উদ্যোগে নিজের সখ রান্নাকেই বেছে নেন নতুন ব্যবসা হিসাবে। সেই নিয়েই শুরু হয় সাংসারিক অশান্তি। তার ব্যবসার বাঁধা হন তার শাশুড়ি। এই ছবিতে তাঁর শ্বাশুড়ির চরিত্রে দেখা যাবে অনুশুয়া মজুমদারকে। এই নিয়েই সিনেমা গল্প। আর সমস্ত বাঁধা জয় করে পৌলমী হয়ে উঠেন সফল হোটেল ব্যবসায়ী। তার হোটেলের কাস্টমারয় নাম দেন “বৌদি ক্যান্টিন”। এই ছবিতে শুভশ্রীর বন্ধুর চরিত্রে দেখা হবে সোহম চক্রবর্তীকে।
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। এবং গান লিখেছেন কবি শ্রীজাত ও দিপাংশু ব্যানার্জী। রোডশো ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই হালকা চালের সিনেমায় নিজের সখ- সাধকে গুরুত্ব দিয়ে সফল হওয়ার গল্প বর্ণিত হবে। সিনেমার ট্রেলারে আগেই প্রকাশিত হয়েছে। ট্রেলারে একটি সংলাপ খুব চর্চিত হয়েছে। “বাঙালির কি ব্যবসা করলে জাত যায়” – ট্রেলারে এই লাইনের মাধ্যমেই বাঙালির চাকরি করার প্রবণতাকে ধাক্কা দেওয়া হয়েছে। চাকরির পিছনে না দৌড়ে, ব্যবসা শুরু করে সফল ভাবে যে অন্যদের জন্য চাকরি তৈরি করা যায় তাও ফুটে উঠবে এই সিনেমায়।
সম্পূর্ন অন্য ধারার এই সিনেমার ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়া এর মধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। পুজোর কটা দিন পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে উপভোগ করার মতো দারুন পারিবারিক ছবি “বৌদি ক্যান্টিন” আগামী ৩০ শে সেপ্টেম্বর বড় পর্দায় আসছে। পুজোয় একটার পর একটা মুক্তি পেতে চলা বাংলা সিনেমায় মাল্টিপ্লেক্স বা সিনেমা হল ভরাতে চলেছেন দর্শকরা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ