রূপা রায়ঃ ইংল্যান্ডের বার্মিংহামে ( Birmingham) অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২২ ( Commonwealth Games 2022 ) এ এখনো পর্যন্ত ৯টি পদক জিতেছে ভারত। এই বছর কমনওয়েলথ গেমস শুরু হয়েছে ২৮শে জুলাই। যা অনুষ্ঠিত হবে ৮ই আগস্ট পর্যন্ত। পঞ্চম দিনের মধ্যেই তিনটি সোনা , তিনটি রূপো ও তিনটি ব্রোঞ্জ পদক ভারতের ঝুলিতে।
দেখে নেওয়া যাক কে কোন বিভাগে পদক জিতলেন। মীরাবাই চানু (Mirabai Chanu) সোনা জিতেছেন ভারোত্তলনে (Weightlifting) মহিলাদের ৪৯ কেজি বিভাগে , জেরেমি লালরিনুনগা (Jeremy Lalrinnunga) পুরুষদের ৬৭ কেজি বিভাগে এবং অচিন্ত্য শিউলি (Achinta Sheuli) পুরুষদের ৭৩ কেজি বিভাগে জিতে নেন সোনা।
রূপো জিতেছেন ভারোত্তলনে সংকেত সারগার (Sanket Sargar) পুরুষদের ৫৫ কেজি বিভাগে, বিন্দিয়ারানী দেবী (Bindyarani Devi) ৫৫ কেজি মহিলা বিভাগে। জুডোতে (Judo) রূপো জিতেছেন সুশীলা দেবী (Sushila Devi) মহিলাদের ৪৮ কেজি বিভাগে।
ব্রোঞ্জ জিতেছেন বিজয় কুমার যাদব (Vijay Kumar Yadav) জুডোতে পুরুষদের ৬০ কেজি বিভাগে। ভারোত্তলনে যথাক্রমে হরজিন্দর কৌর (Harjinder Kaur) মহিলাদের ৭১ কেজি বিভাগে , গুরুরাজা পুজারি (Gururaja Poojary) ৬১ কেজি পুরুষ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ