সুদীপ ঘোষঃ সমাপ্ত হল ব্রামিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ (Birmingham-2022-Commonwealth-Games)। উদ্বোধন অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করেন- পি ভি সিন্ধু ও মনপ্রিত সিং। মোট ২১১জন ভারতীয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ভারতীয় নিরাজ চোপড়া।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে মোট ১০ টি সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
ব্রামিংহাম কমনওয়েলথ গেমসে ৬১ (সোনা-২২, রূপো-১৬, ব্রোঞ্জ-২২) টি পদক জিতে চতুর্থ স্থান অধিকার করে ভারত। প্রথম স্থান অধিকার করে ১৭৬ পদক জয়ী অস্ট্রেলিয়া। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকাবহন করেন নিখাত জারিন ও শরৎ কামাল।
এক নজরে পদকজয়ী ভারতীয়দের তালিকা
মোট ২২টি সোনা জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা
১)ভারউত্তোলনে ৩টি সোনা জিতেছে ভারত । মীরাবাই চানু, জেরেমি লালরিঙ্গুয়া ও অচিন্ত্য শেওলি।
২) মহিলাদের লন বল প্রতিযোগিতায় ভারত ১টি সোনা জিতেছে। এই প্রতিযোগিতায় ৪সদস্যের ভারতীয় দল- রূপা রাই তিরকি, লাভলি চৌবে, নয়নমণি সাইকিয়া ও পিংকি।
৩) পুরুষদের টেবিল টেনিসের মিশ্রদল বিভাগে ১টি সোনা জয়লাভ করেছে ভারত । এই ভারতীয় দলের সদস্যরা- সাঁথিয়া জ্ঞানাসেখরণ, হার্মিত দেশাই, শরৎ কামাল ও সুনীল শেঠি।
৪) কুস্তিতে ভারতের হয়ে সোনা জিতেছেন ৬জন প্রতিযোগী। তারা হলেন- বজরং পুনিয়া, সাক্ষী মালিক, দীপক পানীয়া, ভিনেশ ফোগত, নবীন ও রবি কুমার দাহিয়া।
৫) পারা ভারউত্তোলনে দেশের হয়ে ১টি সোনা জিতেছেন সুধীর।
৬) পারা টেবিল টেনিসে ১টি সোনার পদক জিতেছেন টোকিও পারাঅলিম্পিকে সফল হওয়া ভাবিনা পাটেল।
৭) বক্সিংয়ে ৩টি স্বর্ণপদক জয়ী হয়েছেন তিন জন ভারতীয়। নিতু ঘাংঘাস, অমিত পঙ্গল, নিখাত জারিন।
৮) ট্রিপিল জাম্পিং বিভাগে দেশের হয়ে আরও একটি সোনা জিতেছেন এলদোহাস পাল।
৯) ব্যাডমিন্টন বিভাগে সিঙ্গেলসে ২ টি সোনা জিতে নিয়েছেন পি ভি সিন্ধু ও লক্ষ্য সেন।
১০) টেবিল টেনিস মিক্সড ডাবলসে ভারত ১টি সোনা জিতেছে। শরৎ কামাল ও সৃজা আকুলা।
১১) টেবিল টেনিস বিভাগে দেশকে একটি সোনা উপহার দিয়েছেন ভারতের শরৎ কামাল।
১২) ব্যাডমিন্টনে পুরুষদের দ্বৈত বিভাগে ১টি সোনা জিতে নিয়েছেন স্বাতিক সাইরাজ রেনকিররেড্ডি ও চিরাগ শেট্টি।
এই কমনওয়েলথ গেমসে ১৬টি রূপোর পদক জিতেছে ভারত
১) লং জাম্প বিভাগে ১টি রুপোর পদক জিতেছেন ভারতের মুরালি শ্রীশংকর।
২) ভারউত্তোলনেও ভারতের ঘরে এসেছে ৩টি সোনা। রুপো জিতেছেন বিকাশ ঠাকুর, সংকেত সারগার, বিদ্যারানি দেবী সরোখাইবাম।
৩) ব্যাডমিন্টন মিশ্রদল ভারতের ঝুলিতে এনে দিয়েছে আরও একটি রুপোর পদক। এই দলে ছিলেন শ্রীকান্ত কদম্বি, গায়ত্রী গোপীচাঁদ, সাত্বিক সাইরাজ রেনকিরেড্ডি, তৃষা জালি, সুমিত রেড্ডি, আকর্শি কাশ্যপ, লক্ষ্য সেন, অশ্বিনী পনাপ্পা, চিরাগ শেট্টি, পিভি সিন্ধু।
৪) জুডো খেলায় ভারতের ভান্ডারে ঢুকেছে ২টি রূপো। তুলিকা মান ও সুশীলা দেবী লিকমাবাম।
৫) কুস্তিতে ১টি রুপোর পদক জিতেছেন অংশু মালিক।
৬)১০, ০০০মিটার রেশ ওয়াকে ১টি রুপোর পদক ছিনিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী।
৭) ৩০০০মিটারের স্ট্রিপিল চেস বিভাগে দেশকে ১টি রূপো দিয়েছেন অবিনাশ সাবলে।
৮) পুরুষদের লন বল বিভাগে ভারতের নামের সাথে যুক্ত হয়েছে আরও একটি রূপো। এই দলের সদস্যরা- সুনীল বাহাদুর, নবনিত সিং, চন্দন সিং ও দীনেশ কুমার।
৯) ট্রিপল জাম্প প্রতিযোগিতায় ১টি রূপো ঘরে এনেছেন আবদুল্লাহ আবুবক্কর।
১০) টেবিল টেনিসের ডাবলসে একটি রুপোর পদক জিতেছেন শরৎ কামাল ও জি শায়াথিয়ান।
১১) বক্সিং বিভাগে ভারতের ঝুলিতে আরও একটি রূপো দিয়ে ভরিয়েছেন সাগার আহালাওয়াত।
১২) প্রথমবার অংশ গ্রহণ করেই মহিলাদের ক্রিকেট দল ভারতের খাতায় একটি রূপো লিখিয়েছে ।এই দলের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর।
১৩) পুরুষদের ভারতীয় হকি দল আরও একটি রূপো জিতেছে ভারতের হয়ে। এই হকি দলের ক্যাপ্টেন মনপ্রিত সিং।
২৩টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের প্রতিযোগীরা
১) ভারউত্তোলনে এবার ভারতের সাফল্য সেরার সেরা। সোনা আর রুপোর পর এই বিভাগে মোট ৪টি ব্রোঞ্জ জিতেছে ভারত। গুরুরাজা পূজারী, হারজিন্ডার কৌর, লাভপ্রিত সিং ও গুরুদিপ সিং।
২) জুডো বিভাগে দেশকে একটি ব্রোঞ্জ জিতে দিয়েছেন বিজয় কুমার যাদব।
৩) স্কোয়াশ বিভাগে আরও একটি ব্রোঞ্জ ঘরে এনেছেন বাংলার সৌরভ ঘোষাল।
৪) কুস্তি বিভাগেও ভারতের সাফল্য এবার বিরাট। মোট ৫টি ব্রোঞ্জ যুক্ত হয়েছে ভারতের নামের পাশে । দিব্যা কাকরন, মোহিত আগরওয়াল, পূজা গেইলোট, পূজা সিহাগ ও দীপক নেহারা।
৫) হাই জাম্প বিভাগে দেশের হয়ে ১টি ব্রোঞ্জ জিতে চমকে দিয়েছেন তেজস্বিনী শংকর।
৬) বক্সিং বিভাগে ভারতীয়রা জিতেছেন ২টি ব্রোঞ্জ পদক। মোহাম্মদ হুসমুদ্দিন ও রোহিত টকাস।
৭) টেবিল টেনিস সিঙ্গেলসে ভারতের মুকুটে যুক্ত হয়েছে ২তো ব্রোঞ্জের পদক। সনালবেন পাটেল ও সৈথিয়ান জ্ঞানশেখরণ।
৮) সন্দীপ কুমার ১০০০০মিটার ওয়াকিং বিভাগে দেশের হয়ে একটি ব্রোঞ্জ জিতেছেন ।
৯) ভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিকে অল্পের জন্য পদক ছুঁতে ব্যর্থ হলেও এবার কমনওয়েলথ গেমসে একটি ব্রোঞ্জ জিতেছে। এই দলের ক্যাপ্টেন সবিতা পুনিয়া।
১০) স্কোয়াশ বিভাগের মিক্সড ডবলসে দেশের হয়ে আরও একটি ব্রোঞ্জ জিতেছেন সৌরভ ঘোষাল ও দীপিকা পাললিক কার্তিক জুটি।
১১) মহিলাদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় একটি ব্রোঞ্জের পদক জিতে নিয়েছেন ভারতের অন্নু রানি।।
১২) ব্যাডমিন্টন খেলার মহিলাদের ডবলস বিভাগে ১টি ব্রোঞ্জ দেশে এনেছেন গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জালি।
১৩) ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার শ্রীকান্ত কদম্বী দেশের হয়ে আরও একটি ব্রোঞ্জ জিতে দেশকে চতুর্থ স্থানে আসতে সাহায্য করেছেন।
এবারে কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য সেরার সেরা। এবারের প্রতিযোগীরা তাদের সেরা পারফরমেন্স দেখিয়ে দেশকে চমকে দিয়েছেন। তাদের সাফল্যে মুগ্ধ দেশের রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাসছে অসংখ্য শুভেচ্ছা বার্তা। প্রতিযোগীরা একে একে দেশে ফিরছেন আর শুরু হচ্ছে বিজয় উৎসব।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ