অধ্যায় সাহাঃ সারা বিশ্বে যখন প্রতি মুহূর্তে একের পর এক বিপদজনক অসুখের খবর সামনে আসছে , ঠিক তখনই সামনে এলো আরো একটি ভয়াবহ খবর। সম্প্রতি ইউ.এস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ডেটা থেকে জানা যাচ্ছে , এভিয়ান ফ্লু অর্থাৎ বার্ডফ্লু (Bird Flu) এ আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 50.54 মিলিয়ন পাখি নিশ্চিহ্ন হয়েছে। এই ঘটনা 2015 সালের 50.5 মিলিয়ন পাখির মৃত্যুর রেকর্ডকেও অতিক্রম করেছে।
সাধারণত এক্ষেত্রে পাখিরা সংক্রমিত হওয়ার পরই মারা যায়। তাই একটি পাখির পজিটিভ রিপোর্ট আসার পর পরই, রোগের ব্যাপ্তি রুখতে , প্রায় এক মিলিয়ন পাখিকে নিশ্চিহ্ন করতে হয়েছে। এই ঘটনার ফলে ডিম এবং টার্কি মাংসের আকাশ ছোঁয়া দামের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। যা ইতিমধ্যেই বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত , বার্ড ফ্লুর সবচেয়ে গুরুতর স্ট্রেইনটি হল হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI)। এটি সংক্রমিত জীবিত বা মৃত পাখি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।আক্রান্ত পাখি, পাখির মল এবং পালকের সংস্পর্শে এলে মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়।
উপসর্গ | Bird Flu Symptoms in human body
মানুষের দেহে বার্ডফ্লুর লক্ষণ গুলি প্রায় ইনফ্লুয়েঞ্জার মতো । রোগাক্রান্ত হলে দেখা দিতে পারে জ্বর,গলা ব্যাথা,কাশি,মাথাব্যথা প্রভৃতির মত উপসর্গ। কখনো মারাত্মক জটিলতা হিসেবে হতে পারে চোখের সংক্রমণ,নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, তীব্র শ্বাসকষ্ট, মস্তিষ্ক ও হার্টের প্রদাহ।
আরও পড়ুনঃ একটি বাইকে ৭ জন, ভাবা যায়! দেখুন ভিডিও
কিন্তু কিভাবে মুক্তি সম্ভব?
প্রথমত, পাখির স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্নতা অনুভব করলে তৎক্ষণাৎ পশুচিকিৎসকের সঙ্গে কথা বলা অনিবার্য । যদি বার্ডসফ্লু সন্দেহ হয়, তাহলে লক্ষণগুলি হালকা হলেও অবিলম্বে প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য সংস্থাকে (APHA) রিপোর্ট করতে হবে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রে এই রোগ প্রীতিরোধক ভ্যাকসিন ব্যাপকভাবে উপলব্ধ নয়। তাই রোগ থেকে নিজেকে বাঁচিয়ে চলাই শ্রেয়।এছাড়া,এন্টিভাইরাল ওষুধ দিয়ে ভাইরাসের রেপ্লিকেশনে বাধা সৃষ্টি করে রোগীকে এই রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব।
USDA এর চিফ ভেটেনারী অফিসার Rosemary Sifford এর মতে, বন্য পাখিরা স্থানান্তরিত হওয়ার সাথে সাথে সারা দেশে HPAI ছড়িয়ে পড়তে থাকে, তাই মার্কিন পোল্ট্রি রক্ষার জন্য গৃহপালিত পাখির পাল এবং বন্য পাখির পালের মধ্যে যোগাযোগ প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ। USDA এর রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী , 2015 সালের প্রাদুর্ভাবের পর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা বাড়ানোর পরে কৃষকরা রোগ এবং বন্য পাখিদের তাদের শস্যাগার থেকে দূরে রাখতে সংগ্রাম করেছিলেন। এই বছর 85% এর তুলনায়, 2015 সালে, প্রায় 30% কেস শনাক্ত করা হয়েছিল বন্য পাখির প্রজাতির থেকে।