সুদীপ ঘোষঃ পয়লা জুলাই থেকে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের (NoPlastic) ব্যবহার। কিন্তু প্লাস্টিকের বিকল্প ভাবতে গিয়ে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। আর সেই চিন্তার মুস্কিল আসান করতে গ্রিন ব্যাগ (GreenBag) নিয়ে এল বাঁকুড়ার মহিলারা।
পরিবেশবান্ধব শালপাতার ব্যাগ তৈরি করে খবরের শিরোনামে বাঁকুড়ার(Bankura) রানিবাঁধের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্লাস্টিকের বিকল্প সবুজ ব্যাগ,তাও মাত্র দু টাকায়। প্রায় পাঁচ কেজি ওজন বহন করতে সক্ষম এই ব্যাগ শুধু পরিবেশ বাঁচানো নয় সঙ্গে অর্থনৈতিক কর্মসংস্থানেরও দিশা দেখাচ্ছে। স্থানীয় এক উদ্যোগপতির সহায়তায় জঙ্গল থেকে শাল পাতা তুলে এনে, সেলাই মেশিনের দ্বারা তৈরী হচ্ছে ব্যাগ। আসতে আসতে চাহিদাও বাড়ছে এই ব্যাগের।
তবে এই ব্যাগ তৈরী তে প্রয়োজন সেলাই মেশিন, যা অনেক কর্মীর ই সামর্থ্যের বাইরে। তাই কাজের সাথে যুক্ত মহিলারা সরকারি সাহায্যে সেলাই মেশিন, উৎপাদিত ব্যাগের শহরে রপ্তানি ও আরও উদ্যোগপতির সহায়তার দাবি জানাচ্ছেন। আগামী দিনে আরও সুযোগ সুবিধা পেলে বাঁকুড়া- পুরুলিয়া- ঝাড়গ্রাম- মেদিনীপুর জুড়ে আরও বিস্তার লাভ করবে এই সবুজ পাতার ব্যাগ। পরিবেশ রক্ষার সাথে কর্মসংস্থানে এই উদ্যোগ যথেষ্ট প্রসংশনীয়।