সন্তু সামন্তঃ আর মাত্র কয়েকটা দিন। খুলতে চলেছে ভুটান গেট। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলে যাবে ভুটান গেট – প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ভুটান সরকার।
আরও পড়ুনঃ
- আজ রাজ্যের সমস্ত স্কুলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যের
- একাধিক সংস্থায় চাকরির খবর
- DRDO তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
- মোট ৩৭০ জন অ্যাসিস্ট্যান্ট পোস্টের মেধা তালিকায় রয়েছেন
- রাজ্য পুলিশে অগ্রগামী পোস্টের ফল প্রকাশিত হল, দেখুন সম্পূর্ণ তালিকা
করোনার কারণে গত ২ বছর ধরে বন্ধ ছিল ভুটান গেট। আন্তর্জাতিক বাণিজ্য যেমন বন্ধ ছিল তেমনি পর্যটন ব্যবসাও পুরোপুরি বন্ধ ছিল এই ২ বছর। ফলে পর্যটকরা যেমন ভুটানের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ পাচ্ছিল না ঠিক তেমনি পর্যটন ব্যবসাও বেশ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল।
রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ভারত ভুটান সীমান্তের মোট ৩ টি গেট রয়েছে। জয়গাঁ ও ফুন্টসোলিংয়ের মধ্য দিয়েই মূলত পর্যটকদের আনাগোনা হয়। তবে ভুটান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটকদের ডবল ডোজের ভ্যাকসিন এবং ১ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
করোনা পরবর্তীকালে পর্যটকদের খরচও আগের থেকে বাড়ছে। সাসটেনেবল ডেভ্লপমেন্ট ফি হিসেবে প্রতিটি পর্যটককে দৈনিক ১২০০ টাকা করে দিতে হবে। এই সুযোগ কেবলমাত্র ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপের নাগরিকরা পাবেন। বাদবাকি দেশের পর্যটকদের মাথাপিছু ২০০ মার্কিন ডলার দিতে হবে।
তবে আবারও সারা বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের পরিমাণ বাড়ায় আগামী সেপ্টেম্বর এ আদৌ পর্যটন ব্যবসা করা যায় কিনা সেটাই এখন দেখার।