সুদীপ ঘোষঃ আন্তর্জাতিক মঞ্চে শ্রেষ্ট অভিনেতার পুরস্কারে ভূষিত হলেন বাংলার ক্যানসার জয়ী নাট্যকার ও অভিনেতা । রাশিয়ায় অনুষ্ঠিত ১৯তম রাশিয়ান মেরিডিয়ান প্যাসিফিক চলচিত্র উৎসবে “দ্যা ক্লাউড এন্ড এ ম্যান” সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ট অভিনেতার সম্মানে সম্মানিত হলেন চন্দন সেন।
পরিচালক অভিনন্দন ব্যানার্জির বাংলা সিনেমা “মানিকবাবুর মেঘ” এর ইংরেজি ভার্সন এই “দ্যা ক্লাউড এন্ড এ ম্যান”। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ব্রাত্য বসু, নিমাই ঘোষ ও দেবেশ রায়চৌধরী। ২০২১ সালের এই সিনেমা বিভিন্ন আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার এই সিনেমায় পেল বিশ্বমঞ্চে সেরার শিরোপা। সদ্য পিতৃহারা মনিকবাবুর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। বাবা চলে যাওয়ার পর, ব্যস্ত শহরের সাদা- কালো এক খন্ড মেঘের সাথে তার জটিল সম্পর্ক মন জয় করে নিয়েছে বিশ্বের নামী বিচারকদের।
চন্দন সেন টলিপাড়া ও থিয়েটার মঞ্চের খুব জনপ্রিয় মুখ। দীর্ঘদিনের অভিনয় জীবন তার। মাত্র ১৪ বছর বয়সে “নাট্য অনান” থিয়েটার গ্রুপের মাধ্যমেই অভিনয়ের হাতে খড়ি তার। তারপর নিজের অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে কাঁপিয়েছেন একের পর এক নাটকের মঞ্চ। থিয়েটার থেকেই চলচিত্র জগতে প্রবেশ। তাঁর অভিনীত একাধিক সিনেমা মন জয় করেছে বাংলা সিনেমার দর্শকদের। এখন তিনি টেলি পর্দার ধারাবাহিকের অন্যতম পছন্দের অভিনেতা। ছোট পর্দা ছড়িয়ে ওটিটি প্লাটফর্মে পৌঁছে গেছে তার অভিনয় দক্ষতার ছাপ।
চন্দন সেন বরাবরই নিজের স্বভাবসিদ্ধ ভাবে অভিনয়ে বলিষ্ঠ, তর্কে যুক্তিপূর্ণ ও নিজের আদর্শে আদর্শবান। কিন্তু ২০১০ সালে হঠাৎ ক্যানসার আক্রান্ত হয়ে পড়েন বামপন্থী এই গুণী নাট্য শিল্পী। তারপর শুরু হয় ক্যান্সারের সাথে জীবন যুদ্ধ। নিজের অদম্য জেদ ও বাঁচার অধিকারে তিনি ক্যানসারকে পিছনে ফেলে অভিনয় মঞ্চে এগিয়ে যান। দীর্ঘ অভিনয় জীবনে পেয়েছেন একাধিক পুরস্কার। কিন্তু এবার এল আন্তর্জাতিক সম্মান। এই সম্মানে খুবই খুশি চন্দন বাবু এবং আগামী দিনে নিজের কাজের প্রতি আরও দায়িত্ব বাড়ল বলে তিনি মত প্রকাশ করেন। তাঁর এই সম্মান লাভের খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও জয়জিত ব্যানার্জি সহ তার সহকর্মী। তার এই পুরস্কার জয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার গুণমুগ্ধ ভক্তদের একের পর এক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা।