সুদীপ ঘোষঃ প্রায় ২৯ বছর পর শতাব্দীর সেরা বল দেখা গেল চলতি পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কা (SriLanka) টেস্ট ম্যাচে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (TestCricket) খেলছে পাকিস্তান। আর সেখানেই প্রথম টেস্টের তৃতীয় দিন দেখা গেল ক্রিকেট ইতিহাসের “বল অফ সেঞ্চুরি ২.০” (Ball of Century) । এই ম্যাজিক বলেই শ্রীলঙ্কার ডান হাতি কুশল মেন্ডিসকে (Kusal Mendis) আউট করেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির (Yasir Shah) শাহ।
ইয়াসির শাহর বল দেখেই চমকে উঠে গোটা ক্রিকেট বিশ্ব। অনেকই এই বিরল বলকে ২৯ বছর আগের সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের (Shane Warne) শতাব্দীর সেরা বলের সাথে তুলনা করছেন। আজ থেকে প্রায় তিন দশক আগে ১৯৯৩সালে অ্যাশেজ টুর্নামেন্টে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে ম্যাজিক বলে আউট করে চমকে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলার শেন ওয়ার্ন।
লেগ স্ট্যাম্পের বাইরের বল টার্ন করে ঢুকে অফস্ট্যাম্পের উইকেট ভেঙেছিল গ্যাটিং- এর। এই বলে শুধু ব্যাটার , আম্পায়ার, ফিল্ডার নয় , নিজের বলে চমকে গিয়েছিলেন শেন ওয়ার্ন নিজেই। তারপর অনেক তর্ক- বিতর্কের পরই শেন ওয়ার্নের ঐ বলকে শতাব্দীর অমর বলের স্বীকৃতি দেওয়া হয়।
শেন ওয়ার্নের ঐতিহাসিক ম্যাজিক বলের মতোই কুশল মেন্ডিসের স্ট্যাম্প নড়িয়ে দেওয়া ইয়াসির শাহের বলকেও ” শতাব্দীর সেরা বল” হিসাবে বলতে শুরু করেছেন নেটিজনেরা। এই বলে চমকে যাওয়া শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডই নিজেদের টুইটারে এই বলকে “শতাব্দীর অমর বল”- এর তুলনা করেছেন।