সুদীপ ঘোষ: দূরপাল্লার ট্রেনে এবার থেকে বেবি বার্থ চালু করতে চলেছে ভারতীয় রেল। এতদিন দূরপাল্লার ট্রেনে বাচ্চাদের নিয়ে ভ্রমন করার সময় সমস্যায় পড়তে হত যাত্রীদের। এবার সেই সমস্যার সুরাহা করবে ভারতীয় রেলের এই বিশেষ পরিষেবা। এবার থেকে লোয়ার বার্থের সাথে থাকছে শিশুদের জন্য আধুনিক ও সুরক্ষিত বেবি বার্থ।
আপাতত নর্থ রেলওয়ের লখনউ ডিভিশনে পরীক্ষা মূলক ভাবে বেবি বার্থ এর উদ্বোধন করা হয়েছে। তবে খুব শীঘ্রই দেশের সমস্ত জোনের দূরপাল্লার ট্রেনে চালু করা হবে এই পরিষেবা।