তিয়াশা ভক্তা: মোবাইল গেম (Mobile Game) এর মাধ্যমেই যদি শিক্ষা গ্রহণ করা যেত তাহলে শিক্ষা গ্রহনের পরিধি হয়ত আরও বাড়ত। কারণ, পরিসংখ্যান বলছে গত বছর মোবাইল গেম ডাউনলোডে আমেরিকা, ব্রাজিল কে টপকে বিশ্বের ১ নম্বরে ভারত।
এমনকি গত ২ বছরে একজন ভারতীয়র দৈনিক অ্যাপ ব্যবহার এর পরিমান বেড়ে দাঁড়িয়েছে ৩ ঘণ্টার জায়গায় সাড়ে ৪ ঘণ্টা। আর ভারতীয় গেমার এর সংখ্যা আগামী বছর হতে চলেছে প্রায় ৪৫ কোটি।
তথ্য বলছে দিন দিন বেড়েই চলেছে অনলাইন গেমের চাহিদা। তাই এই গেমের মাধ্যমেই শিক্ষা প্রসারে উদ্যোগী হল কেন্দ্র সরকারের প্রকাশন বিভাগ ও জিঙ্গা ইন্ডিয়া। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি করা হল মোবাইল গেম সিরিজ ‘AZAADI QUEST’।
মূলত বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়াই এই গেমের মূল লক্ষ্য। অ্যান্ড্রয়েড এবং অ্যাপল মোবাইলের প্লেস্টোরে ইংরেজি এবং হিন্দি ভার্সন এ মিলবে ‘AZAADI QUEST’। এই সিরিজের প্রথম গেম হল Azadi Quest: Match 3 Puzzle। এই সিরিজে ১৮৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত স্বাধীনতার ক্রমান্বয়িক ইতিহাস আছে। এখানে আছে ৪৯৫টি ধাপ। এই ধাপটি সফল হতে পারলেই মিলবে ৭৫টি ট্রিভিয়া কার্ড।
এর পাশাপাশি রয়েছে কুইজ গেম – Azadi Quest: Heroes of Bharat। যেখানে প্লেয়ারদের জন্য থাকবে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু প্রশ্ন। যার মধ্য দিয়ে যাচাই হবে তাদের জ্ঞানের পরিসর। এতে রয়েছে ৭৫টি ধাপ। তা সফল ভাবে পার করতে পারলেই পাওয়া যাবে ৭৫টি আজাদী বীর কার্ড। এভাবে প্রতি মাসে পাওয়া যেতে পারে বিশেষ পুরস্কার। এমনকি গেমটি সফলতার সঙ্গে শেষ করলে সার্টিফিকেটেরও ব্যবস্থা আছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ