সুদীপ ঘোষঃ আততায়ীদের আক্রমণে আহত বিতর্কিত লেখক সালমান রুশদি (Salman Rushdie)। গতকাল নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইনস্টিটিউশনে ভাষণ দেওয়ার সময় এক আততায়ী হটাত স্টেজের সামনে এসে ছুরি নিয়ে আক্রমণ করে রুশদির ওপর।
শরীরে একাধিক ছুরির ঘা ও পর পর কিল- ঘুষির মুখে পড়েন বুকার প্রাইজ জয়ী বিশ্বের বিখ্যাত লেখক। ঘটনাস্থলেই আততায়ীকে ধরে পুলিশ। লেখককে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, শরীরে বিভিন্ন স্থানে একাধিক ছুরির ঘায়ে ব্যাপক ভাবে অসুস্থ হয়েছেন রুশদি । আমেরিকার নামী হাসপাতালের চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় তার সার্জারি সফল হয়েছে কিন্তু খুব সম্ভবত তিনি চোখের দৃষ্টি হারাতে চলেছেন বলে চিকিৎসকদের অনুমান। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভেন্টিলেশনে রাখা হলেও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।
এই মুহূর্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ট লেখকের উপরের এই রকম আক্রমণে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। অনেকেই এই আততায়ীদের পিছনে ধর্মীয় মৌলবাদীদের হাত আছে অনুমান করছে। বিশ্বজুড়ে সাহিত্য ও শিল্পকলার উপর বারবার আক্রমণের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে বিশ্বের সাহিত্য ও শিল্পকলা জগৎ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার দ্রুত আরোগ্য কমনায় প্রার্থনায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার ওয়াল।
তার লেখা গ্রিমাস, শেম, মুরস লাস্ট সাই , দ্যা গ্রাউন্ড বিনিথ হার ফিট, লুকা দ্যা ফায়ার অফ লাইট, দ্যা গোল্ডেন হাউস, কুইজট, জাগুয়ার স্মাইল, স্টেপ একরস দ্যা লাইন ও মিরর ওয়ার্ক বই বিশ্বের ইংরেজি সাহিত্যের ভান্ডারকে ভরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, তার লেখা অন্যতম সেরা বই “স্যাটানিক ভারস” , যা ১৯৮৮ সালে প্রকাশিত হয়। এই বই নিয়েই শুরু হয় জোর বিতর্ক। এই বইয়ের জন্য তিনি ধর্মীয় মৌলবাদীদের হুমকির মুখে পড়েছিলেন। বিভিন্ন সময় সাহিত্য সৃষ্টির জন্য তিনি বিশ্বের একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন।১৯৮১ সালে তার লেখা সেরা বই “মিডনাইটস চিলড্রেন”- এর জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন। এছাড়া, “ফেলো অফ দ্যা ব্রিটিশ রয়াল সোসাইটি অফ লিটারেচার”, “রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড”, “দ্যা জেমস টাইট ব্ল্যাক প্রাইজ” , “সেন্ট লুইস লিটারারি প্রাইজ” ও “লন্ডন ইন্টারন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড” সহ আন্তর্জাতিক অনেক সম্মান রয়েছে তার ঝুলিতে। আমেরিকা ও ব্রিটেনের ৬ টি করে মোট ১২ টি সেরা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপকের সম্মানের পালক রয়েছে রুশদির মুকুটে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ