সুদীপ ঘোষ: ছবির উপর হামলা! তাও আবার লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনাসিলা-র ছবির উপর। ঘটনা টি ঘটে রবিবার প্যারিসের লুভার মিউজিয়ামে।
জানা গেছে, সাধারণ দিনের মতো ঐদিনও ভীড় ছিল মিউজিয়ামে। এক যুবক মহিলার ছদ্মবেশে হুইল চেয়ারে বসে ছবির কাছে যায়। তারপর হঠাৎ চেয়ার থেকে উঠে ছবিটিকে ভাঙার চেষ্টা করেন। ভাঙতে না পেরে ছবির ওপর কেক মাখিয়ে কুৎসিত করে দেন। তৎক্ষণাৎ মিউজিয়ামের মধ্যে উত্তেজনা তৈরী হয়।
আরও পড়ুন-
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
- সিভিল সার্ভিসের মেধাতালিকায় প্রথম ৪ এ মেয়েদের জয়জয়কার
- WBCS এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩১ তারিখ থেকে
- একসঙ্গে ৬ টি সংস্থার চাকরির খবর
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
এই ঘটনায় দর্শকরা হতবাক হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ঐ যুবককে আটক করেন। মিউজিয়াম সূত্রে খবর, কাঁচের ফ্রেম থাকায় জনপ্রিয় ঐ ছবিটির কোনরূপ ক্ষতি হয়নি। পরে কেক পরিষ্কার করে মূল্যবান ছবিটির রহস্যময় রূপ আবারও ফিরিয়ে দেওয়া হয়। পৃথিবীর অন্যতম শ্রেষ্ট শিল্পকীর্তির ওপর এই রকম অনভিপ্রেত হামলার ঘটনায় নিন্দার ঝড় ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।