সুদীপ ঘোষঃ নির্বাচনী সভায় পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে গুলি করলেন এক আততায়ী। জানা গেছে, আজ সকালে পশ্চিম জাপানের নারা শহরে একটি নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন শিনজো অ্যাবে।
জনসভাতেই তার ওপর গুলি চালায় এক সন্দেহ জনক আততায়ী। সঙ্গে সঙ্গে মঞ্চে লুটিয়ে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, গুলি বিদ্ধ হওয়ার পরই তাকে গুরুতর অবস্থায় নারা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিক ভাবে তার গুলিবিদ্ধ হওয়ার সাথে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুওমো কিশিদা তীব্র নিন্দা জানিয়েছেন ও এই ঘটনার তদন্তের কথা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানিয়েছেন।